এবছর প্রতি বিষয়ে গ্রেড ও মার্কস ছাড়াও সামগ্রিক রেজাল্টে গ্রেড ও মার্কস দেওয়া হয়েছে ৷ এবছর পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি ৯৬.০৬% ৷ পাশের হারের নিরিখে প্রথম এই জেলা ৷ কলকাতায় পাসের হার ৮৮.৯৩% ৷ দঃ২৪ পরগনায় পাসের হার ৯০.৫৪% ৷ নদিয়ায় পাশের হার ৮২.৩০% ৷ পাশের হারেও কলকাতাকে অনেক পিছনে ফেলে দিয়েছে জেলাগুলি।
advertisement
এবছর মোট সাফল্যের হার গত বছর থেকে বৃদ্ধি পেয়েছে ৷ এবছর মোট পাশের হার ৮৫.৬৫ শতাংশ ৷ এবছর পাসের হার ২.৯১% বৃদ্ধি পেয়েছে ৷ শারীরিক ভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের পাসের হার ৯১.২৩% ৷
মধ্যশিক্ষা পর্ষদের বিতরণ কেন্দ্র ও ৪৭টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের হাতে ৷ বেলা ১১ থেকে স্কুলগুলি থেকে দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট ৷
প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট, মেধা তালিকায় কারা দেখে নিন
পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, কোনও পরীক্ষার্থীর রেজাল্ট অসম্পূর্ণ না থাকলেও মোট ২১ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ ৷
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২২ ফেব্রুয়ারি ৷ এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১০ লক্ষ ৬১ হাজার ১২৩ পরীক্ষার্থী ৷ এর মধ্যে ৪,৭৪৬৯ জন ছাত্র ৷ ৫,৮৭৬৫৪ জন ছাত্রী ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীরা সংখ্যায় বেশি ৷ মোট ছাত্রদের সংখ্যার তুলনায় ১,১৯,৮১৩ জন বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৷
সকাল ১০ থেকে ওয়েবসাইটে মিলবে ফলাফল ৷ ফল জানা যাবে SMS-এর মাধ্যমেও ৷
এইবছরই মাধ্যমিকে ৪০ শতাংশ নম্বর ছিল মাল্টিপল চয়েস ও ছোট প্রশ্ন ৷ চলতি বছরের ৩ মার্চ সম্পন্ন হয় মাধ্যমিক পরীক্ষা ৷ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হলেও ভৌতবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে ৷ যা নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন ৷
সকাল ১০ টা থেকে wbresults.nic.in এ গিয়ে ক্লিক করলেই পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন ৷ এছাড়াও মোট ১০টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে ৷ ওয়েবসাইটে ফল জানতে ক্লিক করুন-
www.wbbse.org
wbresults.nic.in
www.exametc.com,
www.indiaresults.com
www.knowyourresult.com
www.schools9.com,
www.results.amarujala.com
www.indiaccess.com,
www.resultsout.com
www.jagranjosh.com,
www.examresults.net
ওয়েবসাইট ছাড়াও ফল জানা যাবে SMS-এর মাধ্যমে ৷ SMS -এ ফল জানতে হলে টাইপ করতে হবে SMS WB10