প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট, মেধা তালিকায় কারা দেখে নিন

Last Updated:

প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট, মেধা তালিকায় কারা দেখে নিন

#কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় ফলপ্রকাশ ৷ বহু উৎকণ্ঠার শেষ ৷ শনিবার সকালে সাংবাদিক বৈঠকে মাধ্যমিক ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷
ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই প্রথম দশের মেধাতালিকাও ঘোষণা করেন পর্ষদ সভাপতি ৷ এবছর মাধ্যমিকের মেধাতালিকায় বাঁকুড়া জেলার জয়জয়কার ৷ একইসঙ্গে উল্লেখযোগ্য ভাবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সাফল্যের হার এবছরও যথেষ্ট বেশি ৷ প্রথম দশে রয়েছে মোট ৬৮ জন ৷
মাধ্যমিকে এবছর প্রথম স্থান অধিকার করেছে অন্বেষা পাইন ৷ বাঁকুড়া শিক্ষায়তন হাইস্কুলের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৯০ ৷ যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা স্কুলের মোজাম্মেল হক ও রামনগর স্কুল হুগলির অনির্বাণ খাঁড়া ৷ এদের প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷
advertisement
advertisement
মাধ্যমিকে প্রথম অন্বেষা পাইন মাধ্যমিকে প্রথম অন্বেষা পাইন
৬৮৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন দীপ্তেশ পাল ৷ বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সে ৷
৬৮৭ নম্বর পেয়ে চতুর্থ স্থানে ৬ জন
চতুর্থ চন্দ্রাণী কর্মকার, ৬৮৭
কামাখ্যাগুড়ি গার্লস স্কুলের ছাত্রী চন্দ্রাণী
চতুর্থ সায়ম কর্মকার, ৬৮৭
advertisement
বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সায়ম
চতুর্থ স্বপ্ননীল মিশ্র, ৬৮৭
মালদহ রামকৃষ্ণ মিশনের ছাত্র স্বপ্ননীল
চতুর্থ সুবর্ণ দে, ৬৮৭
বিবেকানন্দ শিক্ষায়তন স্কুলের ছাত্র সুবর্ণ
চতুর্থ বিয়াস সরকার, ৬৮৭
বিয়াস বহরমপুর মহারানি কাশীশ্বরী স্কুলের ছাত্র
চতুর্থ মহম্মদ মাসুম আখতার, ৬৮৭
সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র মাসুম
৬৮৬ নম্বর পেয়ে পঞ্চম স্থানে ৩ জন
advertisement
Madhyamik 3rd
পঞ্চম শ্রীজা অধিকারী, ৬৮৬
রাজীবপুর হলিক্রস স্কুলের ছাত্রী শ্রীজা
পঞ্চম শঙ্খ পাল, ৬৮৬
বীরভূম কোটাসুর হাইস্কুলের ছাত্র শঙ্খ
পঞ্চম অরিত্র মণ্ডল, ৬৮৬
যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র অরিত্র
৬৮৫ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে ৭ জন
ষষ্ঠ স্নেহাশিস গুপ্ত, ৬৮৫
রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র
advertisement
ষষ্ঠ প্রতীক্ষাকান্তি মণ্ডল, ৬৮৫
বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র প্রতীক্ষাকান্তি
ষষ্ঠ স্বাগতালক্ষ্মী মণ্ডল, ৬৮৫
বাঁকুড়া গার্লস স্কুলের ছাত্রী স্বাগতালক্ষ্মী
ষষ্ঠ নব্যেন্দু ঘটক, ৬৮৫
কামারপুকুর মাল্টিপারপাস স্কুলের ছাত্র
ষষ্ঠ ইশিকা সাহা, ৬৮৫
দিনহাটা গার্লস স্কুলের ছাত্রী ইশিকা
ষষ্ঠ শ্রমণ জানা, ৬৮৫
চন্দননগর অরবিন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া শ্রমণ
ষষ্ঠ সত্যম কর, ৬৮৫
যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সত্যম
advertisement
৬৮৪ নম্বর পেয়ে সপ্তম স্থানে ৮ জন
সপ্তম অনতাপ মিত্র, ৬৮৪
কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র অনতাপ
সপ্তম শতাব্দী গুহনিয়োগী, ৬৮৪
কোচবিহার নিউটাউন গার্লসের ছাত্রী শতাব্দী
সপ্তম বাসুদেব বসাক, ৬৮৪
বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র বাসুদেব
সপ্তম দীপ্তেন্দু গড়াই, ৬৮৪
সোনামুখী জুবিিল স্কুলের ছাত্র দীপ্তেন্দু
সপ্তম রাহুল মান্না, বাঁকুড়া জেলা স্কুল
সপ্তম যীশু পাল, ৬৮৪
advertisement
বীরভূম জেলা স্কুলের ছাত্র যীশু
সপ্তম অনিন্দ্যসুন্দর শতপথী, ৬৮৪
বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র
সপ্তম সুকান্ত কুণ্ডু, ৬৮৪
বড়জোড়া হাইস্কুলের ছাত্র সুকান্ত
৬৮৩ নম্বর পেয়ে অষ্টম স্থানে ১১ জন
অষ্টম অন্বেষা দাস, ৬৮৩
আশালতা বসু বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা
অষ্টম শোভন দেব, ৬৮৩
রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র শোভন
অষ্টম সায়ন কুণ্ডু, ৬৮৩
বাঁকুড়া মোড়ার সম্মিলনীর ছাত্র সায়ন
অষ্টম দিশা গোস্বামী, ৬৮৩
বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্রী দিশা
অষ্টম সৌম্যদীপ চক্রবর্তী, ৬৮৩
বীরভূম জেলা স্কুলের ছাত্র সৌম্যদীপ
অষ্টম সায়ন্তিকা হুই, ৬৮৩
মেদিনীপুর মিশন গার্লসের ছাত্রী সায়ন্তিকা
অষ্টম শোভন মণ্ডল, ৬৮৩
বীরভূম কোটাসুর স্কুলের ছাত্র শোভন
অষ্টম ঋষিতা মাইতি, ৬৮৩
মঙ্গলা অ্যাকাডেমির ছাত্রী ঋষিতা
অষ্টম হৃতম নাগ, ৬৮৩
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র হৃতম
অষ্টম রূপকথা চাঁদ, ৬৮৩
শান্তিনিকেতন নবনালন্দা স্কুলের ছাত্রী
অষ্টম মহম্মদ সায়ন সফিক, ৬৮৩
হাওড়া দেউলগ্রাম বক্সি স্কুলের ছাত্র
৬৮২ নম্বর পেয়ে নবম স্থানে ১৩ জন
নবম অয়ন মজুমদার, ৬৮২
ধূপগুড়ি হাইস্কুলের ছাত্র অয়ন
নবম অনন্যা মণ্ডল, ৬৮২
বালুরঘাট পতিরাম গার্লসের ছাত্রী অনন্যা
নবম সায়ন পান, ৬৮২
বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সায়ন
নবম অদ্রিতা দাস, ৬৮২
চুঁচুড়া বালিকা বাণী মন্দিরের ছাত্রী অদ্রিতা
নবম স্বস্তিক পৌরানিক, ৬৮২
কন্টাই মডেল স্কুলের ছাত্র স্বস্তিক
নবম স্নেহা সামন্ত, ৬৮২
মহিষাদল গয়েশ্বরী গার্লসের ছাত্রী স্নেহা
নবম মৈনাক জানা, ৬৮২
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র মৈনাক
নবম সায়ন্তন মুখোপাধ্যায়, ৬৮২
বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্র
নবম সঙ্গীতা মণ্ডল, ৬৮২
বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের ছাত্রী
নবম ইশিকা বিশ্বাস, ৬৮২
হাবড়া স্কুলের ছাত্রী ইশিকা
নবম দেবাঞ্জন সরকার, ৬৮২
অশোকনগর বয়েজ স্কুলের ছাত্র দেবাঞ্জন
নবম মধুমন্তী দে, ৬৮২
কলকাতার সরস্বতী বালিকা বিদ্যালয়ের ছাত্রী
নবম সৌম্যজিৎ বসাক, ৬৮২
যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সৌম্যজিৎ
৬৮১ নম্বর পেয়ে দশম স্থানে ১৬ জন
দশম ঐশিকা সরকার, ৬৮১
বালুরঘাট গার্লসের ছাত্রী ঐশিকা
দশম তথাগত মুখোপাধ্যায়, ৬৮১
বাঁকুড়া জয়পুর স্কুলের ছাত্র তথাগত
দশম ঋষান্ত পাল, ৬৮১
বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র ঋষান্ত
দশম রাকেশ দে, ৬৮১
সাঁইথিয়া টাউন স্কুলের ছাত্র রাকেশ
দশম দীপপ্রকাশ বসু, ৬৮১
বরাহনগর রামকৃষ্ণ আশ্রমের ছাত্র
দশম আবদুল মালেক খান, ৬৮১
দঃ ২৪ পরগনা পাইকপাড়ি স্কুলের ছাত্র
দশম রৌনক চন্দ্র, ৬৮১
দশম কুন্তল দাস, শিবপুর বিই কলেজ মডেল স্কুল
হাওড়া জেলা স্কুলের ছাত্র রৌনক
দশম অর্ধেন্দু মৌলি ঘোষ, ৬৮১
বর্ধমান মেমারি মেমোরিয়ালের ছাত্র
দশম শেখ আফ্রিদি, ৬৮১
বর্ধমান মিউনিসিপাল স্কুলের ছাত্র
দশম অনীক ভৌমিক, ৬৮১
চন্দননগর দুর্গাচরণ রক্ষিত বিদ্যালয়ের ছাত্র
দশম কল্যাণ নন্দী, ৬৮১
মেদিনীপুর শ্যামবাজার স্কুলের ছাত্র কল্যাণ
দশম সুরজিৎ সাউ, ৬৮১
মহিষাদল রাজ হাইস্কুলের ছাত্র সুরজিৎ
দশম ঐশিকা চক্রবর্তী, ৬৮১
আড়ংঘাটা গার্লস স্কুলের ছাত্রী ঐশিকা
দশম শুভদীপ দে, ৬৮১
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভদীপ
দশম অয়ন মজুমদার, ৬৮১
বারাসত স্কুলের ছাত্র অয়ন
মেধাতালিকায় রয়েছে কলকাতার চার পড়ুয়া ৷ যাদবপুর বিদ্যাপীঠের অরিত্র কুমার মণ্ডল, সত্যম কর ও সৌম্যজিৎ বসাক এবং উত্তর কলকাতার স্বরসতী বালিকা বিদ্যালয় ও শিল্প শিক্ষা সদনের মধুমন্তী দে ৷ কলকাতা থেকে সম্ভাব্য প্রথম অরিত্র কুমার মণ্ডল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট, মেধা তালিকায় কারা দেখে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement