সম্প্রতি ইনস্টাগ্রামে মদন মিত্র পোষ্ট করলেন মধুমিতার সঙ্গে এক ছবি। কেক কাটছেন বিধায়ক। সঙ্গে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং শ্রীতমা ভট্টাচার্য। দুজন দু-পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন কেক কাটার সময়। মোমবাতিতে আগুন ধরালেন মধুমিতা, তারপর কেক কেটে খাইয়ে দিলেনও মদন মিত্রকে। সেই ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল।
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে সিপিআইএমের যুবনেতা শতরূপ! পাত্রী কে? রইল ছবি
প্রসঙ্গত, বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শুরু হয় তাঁর জন্মদিনের অনুষ্ঠান। কামারহাটি বিধানসভা অঞ্চলের দলীয় নেতা কর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তার অঞ্চলের প্রিয় ভালবাসার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে, উপহার দিয়ে, কেক কেটে, মালা পরিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করেন। বিধায়ক মদন মিত্র কামারহাটি বিধানসভার মানুষের এই ভালোবাসা দেখে যথেষ্টই আপ্লুত। তিনি তাঁর জন্মদিনকে কামারহাটি বিধানসভার মানুষের জন্য উৎসর্গ করেছেন।
আরও পড়ুন : 'পহেলি' প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ল, বাম 'হার্টথ্রব' শতরূপের বিয়ের খবর দিলেন ঊষসী
বিধায়ক তাঁর জন্মদিনে কামারহাটির মানুষকে প্রতিজ্ঞা করেছেন, কামারহাটি বিধানসভা অঞ্চলকে নতুনভাবে গড়ে তুলবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবি ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলেও জানিয়েছেন বিধায়ক। যদিও জন্মদিনের দিনও মন্ত্রিত্ব পাওয়া নিয়ে আক্ষেপের সুর শুনতে পাওয়া গিয়েছে মদন মিত্রের গলায়।