TRENDING:

মদন মিত্রের জন্মদিন! মোমে আগুন জ্বালিয়ে, কেক খাইয়ে পাশে থাকলেন মধুমিতা

Last Updated:

মোমবাতিতে আগুন ধরালেন মধুমিতা, তারপর কেক কেটে খাইয়ে দিলেনও মদন মিত্রকে। সেই ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কামারহাটির তৃণমূল সাংসদ মদন মিত্র কিন্তু 'কালারফুল বয়'। মুখ্য়মন্ত্রী আগেই তা জানিয়েছেন সর্বসমক্ষে। তাঁর জন্মদিন ছিল গত শনিবার। ১৯৫৪ সালের ৩ ডিসেম্বর মদন মিত্রের জন্ম, বিধায়কের ৬৮ তম জন্মদিন উপলক্ষ্যে কামারহাটি বিধানসভা অঞ্চল জুড়ে নানা জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে মদন মিত্র পোষ্ট করলেন মধুমিতার সঙ্গে এক ছবি। কেক কাটছেন বিধায়ক। সঙ্গে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং শ্রীতমা ভট্টাচার্য। দুজন দু-পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন কেক কাটার সময়। মোমবাতিতে আগুন ধরালেন মধুমিতা, তারপর কেক কেটে খাইয়ে দিলেনও মদন মিত্রকে। সেই ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে সিপিআইএমের যুবনেতা শতরূপ! পাত্রী কে? রইল ছবি

advertisement

প্রসঙ্গত, বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শুরু হয় তাঁর জন্মদিনের অনুষ্ঠান। কামারহাটি বিধানসভা অঞ্চলের দলীয় নেতা কর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তার অঞ্চলের প্রিয় ভালবাসার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে, উপহার দিয়ে, কেক কেটে, মালা পরিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করেন। বিধায়ক মদন মিত্র কামারহাটি বিধানসভার মানুষের এই ভালোবাসা দেখে যথেষ্টই আপ্লুত। তিনি তাঁর জন্মদিনকে কামারহাটি বিধানসভার মানুষের জন্য উৎসর্গ করেছেন।

advertisement

আরও পড়ুন : 'পহেলি' প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ল, বাম 'হার্টথ্রব' শতরূপের বিয়ের খবর দিলেন ঊষসী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিধায়ক তাঁর জন্মদিনে কামারহাটির মানুষকে প্রতিজ্ঞা করেছেন, কামারহাটি বিধানসভা অঞ্চলকে নতুনভাবে গড়ে তুলবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবি ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলেও জানিয়েছেন বিধায়ক। যদিও জন্মদিনের দিনও মন্ত্রিত্ব পাওয়া নিয়ে আক্ষেপের সুর শুনতে পাওয়া গিয়েছে মদন মিত্রের গলায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মদন মিত্রের জন্মদিন! মোমে আগুন জ্বালিয়ে, কেক খাইয়ে পাশে থাকলেন মধুমিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল