TRENDING:

Madan Mitra: ফের 'বেফাঁস' মদন মিত্র! কুণাল ঘোষ বললেন, 'উনি সম্ভবত অসুস্থ ছিলেন'

Last Updated:

Madan Mitra: মদন মিত্রের এহেন দাবির পরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''মদন মিত্রের বক্তব্য দল সমর্থন করে না। উনি সম্ভবত অসুস্থ ছিলেন।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দলের টিকিট না পেয়ে পুরভোটে যারা নির্দল প্রার্থী হয়েছিলেন তাদের আগেই বহিষ্কার করেছে তৃণমূল। এমনকী তারা ভোটে জিতলেও দলে ফেরানো হবে না বলে স্পষ্ট করে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যদিও বহু জায়গায় নির্দল প্রার্থীরা জেতার পর ফের তাঁদের দলে ফেরানো হতে পারে, এমন জল্পনা তৈরি হয়েছে। তবে, তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এমন কোন বার্তাই দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে নির্দল প্রার্থীর সঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) 'সখ্য' নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও কামারহাটির তৃণমূল বিধায়কের সাফ কথা, '' কামারহাটির উন্নয়নে সবাই সামিল হবে।'' তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টিকে যে ভালো ভাবে দেখছেন না, তা দলের মুখপাত্র কুণাল ঘোষের কথাতেই স্পষ্ট।
এসএসকেএম-এর ইএনটি বিভাগের প্রধান ড. অরুণাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছেন, আপাতত দেখে পলিপগুলিকে বিনাইন বলেই মনে হয়েছে অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা কম। তবুও বায়োপসির জন্য নমুনা পাঠানো হচ্ছে বলে জানান তিনি। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এদিন অস্ত্রোপচারের আগে মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনায় যজ্ঞও করেন অনুরাগী ও সমর্থকরা। প্রিয় নেতার অস্ত্রোপচার সফল হাওয়ায় তাঁরাও স্বস্তিতে।
এসএসকেএম-এর ইএনটি বিভাগের প্রধান ড. অরুণাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছেন, আপাতত দেখে পলিপগুলিকে বিনাইন বলেই মনে হয়েছে অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা কম। তবুও বায়োপসির জন্য নমুনা পাঠানো হচ্ছে বলে জানান তিনি। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এদিন অস্ত্রোপচারের আগে মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনায় যজ্ঞও করেন অনুরাগী ও সমর্থকরা। প্রিয় নেতার অস্ত্রোপচার সফল হাওয়ায় তাঁরাও স্বস্তিতে।
advertisement

কী বলেছেন মদন মিত্র? নির্দল প্রার্থীর সঙ্গে দেখা গিয়েছে মদন মিত্রকে। আর এ নিয়ে বিতর্ক শুরু হতেই মদন মিত্রের বক্তব্য, ''নির্দলরা বহিরাগত নয়। আমি আমার গাড়ি থেকে কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারি না। কেউ যদি এসে আমার পাশে হেঁটে যায়, আমি কী করব। আমি হাঁটলে বহু মানুষ আমার পাশে হাঁটে। আমি কী তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেব কামারহাটির উন্নয়নে সবাই সামিল হবে। তাঁদের দল নেবে কিনা, সেটা দলের সিদ্ধান্ত।''

advertisement

আরও পড়ুন: পুরভোটের ফলের পরই একটা ছোট্ট ট্যুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট! তাহলে কি...

যদিও মদন মিত্রের এহেন দাবির পরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''মদন মিত্রের বক্তব্য দল সমর্থন করে না। উনি সম্ভবত অসুস্থ ছিলেন। দলের নিজস্ব অবস্থান আছে। দল সেটা জানিয়ে দিয়েছে৷ মদন মিত্রের বক্তব্যে দলের অনুমোদন নেই।''

advertisement

আরও পড়ুন: 'প্রতিদিন সাহায্য চাইছি, কিন্তু...', কিভের হাসপাতাল থেকে ভিডিওবার্তা গুলিবিদ্ধ ভারতীয়র!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

প্রসঙ্গত, কামারহাটিতে ভোট 'সামলেছেন' মদন মিত্রই। সেখানে প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিরাট জয় পেয়েছেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র (Meghna Mitra)। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন মেঘনা। গণনাশেষে দেখা যায়, তিনি সাড়ে চার হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। মদনের পর এবার তাঁর পরিবারে আরও এক জনপ্রতিনিধি হলেন। কিন্তু তাতেও মদন মিত্রকে ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: ফের 'বেফাঁস' মদন মিত্র! কুণাল ঘোষ বললেন, 'উনি সম্ভবত অসুস্থ ছিলেন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল