কী বলেছেন মদন মিত্র? নির্দল প্রার্থীর সঙ্গে দেখা গিয়েছে মদন মিত্রকে। আর এ নিয়ে বিতর্ক শুরু হতেই মদন মিত্রের বক্তব্য, ''নির্দলরা বহিরাগত নয়। আমি আমার গাড়ি থেকে কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারি না। কেউ যদি এসে আমার পাশে হেঁটে যায়, আমি কী করব। আমি হাঁটলে বহু মানুষ আমার পাশে হাঁটে। আমি কী তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেব কামারহাটির উন্নয়নে সবাই সামিল হবে। তাঁদের দল নেবে কিনা, সেটা দলের সিদ্ধান্ত।''
advertisement
আরও পড়ুন: পুরভোটের ফলের পরই একটা ছোট্ট ট্যুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট! তাহলে কি...
যদিও মদন মিত্রের এহেন দাবির পরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''মদন মিত্রের বক্তব্য দল সমর্থন করে না। উনি সম্ভবত অসুস্থ ছিলেন। দলের নিজস্ব অবস্থান আছে। দল সেটা জানিয়ে দিয়েছে৷ মদন মিত্রের বক্তব্যে দলের অনুমোদন নেই।''
আরও পড়ুন: 'প্রতিদিন সাহায্য চাইছি, কিন্তু...', কিভের হাসপাতাল থেকে ভিডিওবার্তা গুলিবিদ্ধ ভারতীয়র!
প্রসঙ্গত, কামারহাটিতে ভোট 'সামলেছেন' মদন মিত্রই। সেখানে প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিরাট জয় পেয়েছেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র (Meghna Mitra)। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন মেঘনা। গণনাশেষে দেখা যায়, তিনি সাড়ে চার হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। মদনের পর এবার তাঁর পরিবারে আরও এক জনপ্রতিনিধি হলেন। কিন্তু তাতেও মদন মিত্রকে ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না।