সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। ঘনিষ্ঠমহল সূত্রের খবর, সোমবার বিধানসভা থেকেই অসুস্থতার সূত্রপাত। এদিন বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পরেন মদন মিত্র। এদিন বিকেলের পর থেকে তাঁর বুকে সামান্য ব্যাথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
advertisement
আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?
কষ্টের কথা জানাতেই তাঁর পরিবারের সদস্যরা এবং অনুগামীরা মদন মিত্রকে তড়িঘড়ি বাড়ি থেকে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে দেখেই সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।
সূত্রের খবর, ঠান্ডা লাগা থেকেই তাঁর অসুস্থতার সূত্রপাত। প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করছেন নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাই আপাতত কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রের খবর। শ্বাসকষ্ট থাকায় নিবুলাইজার দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইন চলছে বিধায়ক মদন মিত্রর। এছাড়াও আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা – নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলোর অধিকাংশই মঙ্গলবার সকালে হবে। তারপরেই আরও যথাযথ চিকিৎসা শুরু করবেন এসএসকেএম-এর চিকিৎসকেরা।