TRENDING:

Madan Mitra Srabanti Chatterjee: ‘দেরি না করে চলে আসুন’, শ্রাবন্তীকে 'স্বাগত' বার্তা মদন মিত্রের! যা লিখলেন...

Last Updated:

Madan Mitra Srabanti Chatterjee: রাখঢাক না করে অভিনেত্রীকে তৃণমূলে স্বাগত জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) বিজেপি-ত্যাগ নিয়ে জোরদার চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জল্পনা শুরু হয়েছে, হয়তো তৃণমূলে যোগ দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এসবের মাঝেই রাখঢাক না করে অভিনেত্রীকে তৃণমূলে স্বাগত জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra Srabanti Chatterjee)।
শ্রাবন্তীর দলত্যাগে মদন মিত্রের প্রতিক্রিয়া
শ্রাবন্তীর দলত্যাগে মদন মিত্রের প্রতিক্রিয়া
advertisement

আরও পড়ুন:লক্ষ্মীবারে বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ট্যুইটে 'কারণ' জানালেন অভিনেত্রী

বৃহস্পতিবার হাওড়ার চামরাইলে একটি জগদ্ধার্থী পুজোয় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন ছিল জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। সেখানেই শ্রাবন্তীর বিজেপি ত্যাগ নিয়ে মুখ খোলেন বিধায়ক। তিনি বলেন, “বাড়ি থেকে বেরিয়েই দেখলাম শ্রাবন্তী বিজেপি ছেড়েছেন। ওটা দেখে আমার মনে হল… মদন মিত্র আজ যা ভাবে, বাকি রাজনীতিবিদরা তা ভাবে বহুদিন পড়ে।”

advertisement

আরও পড়ুন: 'BJP করলে টলিউডে কাজ মিলছে না': সুকান্ত, শ্রাবন্তীর দল ছাড়া নিয়ে মুখ খুললেন তথাগত-শমিকরা...

এখানেই শেষ নয়, এদিন শ্রাবন্তীকে তাঁর দল তৃণমূল কংগ্রেসে স্বাগতও জানিয়েছেন মদন মিত্র (Madan Mitra Srabanti Chatterjee)। বলেছেন, “দেরি নয়…চলে আসুন, স্বাগত।” দলত্যাগের পর শ্রাবন্তীকে উদ্দেশ্য করে একটি ট্যুইট-ও করেছেন মদন মিত্র(Madan Mitra Srabanti Chatterjee)। লিখেছেন, “ওহ লাভলি!” অন্য একটি ট্যুইটে কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়েও সমালোচনায় সোচ্চার হন কামারহাটি বিধায়ক।

advertisement

দলত্যাগ প্রসঙ্গে শ্রাবন্তীকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, বিজেপি করলে টলিউডে কাজ মেলে না। সেই কারণেই দলত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা।" তবে পালটা দিয়েছেন নুসরত, সায়ন্তিকারাও। তৃণমূলের কুনাল ঘোষ বলেন, শ্রাবন্তীর বিজেপি ত্যাগ প্রমাণ করল কেউ-ই বিজেপির সঙ্গে থাকতে পারে না।

advertisement

উল্লেখ্য, এক সময় তৃণমূল (TMC) ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তবে একুশের ভোটের (West Bengal Election) আগেই গত পয়লা মার্চ গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থীও হন। নির্বাচনে তাঁর বিপক্ষে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল নেতা। এই প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ ছিল বিজেপির অন্দরে।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

যদিও তাতে গুরুত্ব দেয়নি দল। শ্রাবন্তীর প্রচারে এসেছিলেন খোদ অমিত শাহ। কিন্তু তাতেও লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি অভিনেত্রীকে। শেষমেশ বৃহস্পতিবার একটি ট্যুইট করে গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra Srabanti Chatterjee: ‘দেরি না করে চলে আসুন’, শ্রাবন্তীকে 'স্বাগত' বার্তা মদন মিত্রের! যা লিখলেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল