শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র৷ অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আইসিইউ-এর বেডে শুয়ে থাকার সময়ই হঠাৎ খিঁচুনি শুরু হয় কামারহাটির বিধায়কের৷
আরও পড়ুন: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যাওয়ার নতুন ট্রেন! লোকসভা ভোটের ঠিক আগে বড় ঘোষণা রেলের
advertisement
সেই সময় তৃণমূল বিধায়ককে ধরে হাসপাতালের বেডে ঠিক ভাবে শুইয়ে দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা৷ তখনই আচমকা মদনের হাত ছিটকে গিয়ে বেডের লোহার রেলিংয়ে লেগে যায়৷ তখনই চোট লাগে মদনের কাঁধে৷ যন্ত্রণায় কাতরে ওঠেন তৃণমূল বিধায়ক৷ পড়ে এক্স রে তে ধরা পড়ে, মদনের কাঁধের একটি হাড় ভেঙেছে৷
তৃণমূল বিধায়কের চিকিৎসায় ইতিমধ্যেই দশ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷ আপাতত তৃণমূল বিধায়কের অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ করাই চিকিৎসকদের প্রাথমিক লক্ষ্য৷ তার পরই তাঁর কাঁধের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷