প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর শ্বাসকষ্ট এবং হালকা জ্বর, সর্দি, কাশির মত উপসর্গ নিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। হাসপাতালে নিয়ে আসার পর বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে চিকিৎসকরা জানান, মদন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন৷ উডবার্ন ব্লকের কেবিনে ভর্তি করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।
আরও পড়ুন: বাংলাতেও বাজি রাম মন্দির, প্রচারে ঝড় তুলতে বললেন শাহ! ৩৫-এর লক্ষ্যে আর কী নির্দেশ?
advertisement
গত ৭ ডিসেম্বর শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হলে, এই হাসপাতালের মেন ব্লকের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেদিন রাতেই খিঁচুনি হয় মদন মিত্রের এবং সেই সময় চোট পেয়ে বাম হাতের কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। এক্স রে, এমআরআই করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়।
এরপর গত ১৩ ডিসেম্বর এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে অস্ত্রোপচার হয় মদন মিত্রের। প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে বসানো হয় একটি টাইটেনিয়াম প্লেট। এরপর থেকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন মদন মিত্র। মঙ্গলবার সকালে ২২ দিন পর তাঁকে ছাড়া হল হাসপাতাল থেকে।