TRENDING:

২২ দিন পর এসএসকেএম থেকে ছুটি, মদন তবু বলছেন 'ভাল নেই'

Last Updated:

গত ১৩ ডিসেম্বর এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে অস্ত্রোপচার হয় মদন মিত্রের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২২ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন কমারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। রবিবার থেকে শারীরিক অবস্থার খানিক উন্নতি হলে চিকিৎসকরা মঙ্গলবার বিধায়ককে ছেড়ে দেন হাসপাতাল থেকে। যদিও এদিন এসএসকেএম  হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিধায়ক মদন মিত্র জানান, ” আমি ভাল নেই ! ” হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, মদনকে ঠান্ডায় সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি বেশ কিছু ওষুধও দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ককে।
হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র৷
হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র৷
advertisement

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর শ্বাসকষ্ট এবং হালকা জ্বর, সর্দি, কাশির মত উপসর্গ নিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। হাসপাতালে নিয়ে আসার পর বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে চিকিৎসকরা জানান, মদন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন৷  উডবার্ন ব্লকের কেবিনে ভর্তি করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।

আরও পড়ুন: বাংলাতেও বাজি রাম মন্দির, প্রচারে ঝড় তুলতে বললেন শাহ! ৩৫-এর লক্ষ্যে আর কী নির্দেশ?

advertisement

গত ৭  ডিসেম্বর শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হলে, এই হাসপাতালের মেন ব্লকের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেদিন রাতেই খিঁচুনি হয় মদন মিত্রের এবং সেই সময় চোট পেয়ে বাম হাতের কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। এক্স রে, এমআরআই করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

এরপর গত ১৩ ডিসেম্বর এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে অস্ত্রোপচার হয় মদন মিত্রের। প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে বসানো হয় একটি টাইটেনিয়াম প্লেট। এরপর থেকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন মদন মিত্র। মঙ্গলবার সকালে ২২ দিন পর তাঁকে ছাড়া হল হাসপাতাল থেকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
২২ দিন পর এসএসকেএম থেকে ছুটি, মদন তবু বলছেন 'ভাল নেই'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল