TRENDING:

Madan Mitra: 'টাইগার আভি জিন্দা হ্যায়', CBI বেরতেই স্বমহিমায় মদন মিত্র! প্রশ্ন শুনেছেন, 'কটা বউ?'

Last Updated:

Madan Mitra: কী পেল আপনার বাড়িতে সিবিআই? প্রশ্নের উত্তরে মদন মিত্রের জবাব, ''সিবিআই লিখে দিয়েছে কোনও কিছুই সিজ হয়নি। পূর্ণ সহযোগিতা করেছি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সকাল পৌনে ১০টা নাগাদ মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে গিয়েছিল সিবিআইয়ের ৪ সদস্যের একটি দল৷ প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ অবশেষে বেলা ৩টে নাগাদ সেখান থেকে বের হন তাঁরা৷ তবে শুধু ভবানীপুর নয়, এদিন মদন মিত্রের দক্ষিণেশ্বরের অফিস কাম ফ্ল্যাটেও পৌঁছয় ৬-৭ সদস্যের একটি সিবিআই টিম৷ তল্লাশি চলে সেখানেও৷ এরপর বিকেল চারটে নাগাদ ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই হানা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন কামারহাটির বিধায়ক। মদনোচিত ভঙ্গিতেই বলে ওঠেন, ‘পাঠান পাঠান পাঠান, টাইগার আভি জিন্দা হ্যাঁ।’
ফের আত্মবিশ্বাসী মদন মিত্র
ফের আত্মবিশ্বাসী মদন মিত্র
advertisement

মদন বলেন, ” সিবিআই এসেছেন আমার বাড়িতে। মা আসছেন। যা কথা বলেছেন, জানতে চেয়েছেন, বলেছি। যখন চাকরি হয়েছে এই সব পুরসভায়, তখন আমি জেল কাস্টডিতে ছিলাম। কীভাবে এত পাওয়ার থাকতে পারে একটা বিধায়কের। দক্ষিণেশ্বরে আমার বাড়ি না অফিস, সেখানে একজন রক্ষী থাকে। চাকরিপ্রার্থীরা সেখানে আসলে ডান্ডা মেরে তাড়াতে পারি না। সেখানে চাকরির জন্য এসেছিল হয়ত। তবে চাকরি পেয়েছে কিনা সেটা জানা জরুরি।”

advertisement

আরও পড়ুন: তল্লাশির মাঝেই ফিরহাদের বাড়িতে ঢুকল সিবিআই-এর ৫ গাড়ি, জল্পনা বাড়ছে ক্রমশ

কী পেল আপনার বাড়িতে সিবিআই? প্রশ্নের উত্তরে মদনের জবাব, ”সিবিআই লিখে দিয়েছে কোনও কিছুই সিজ হয়নি। পূর্ণ সহযোগিতা করেছি। শীল (অয়ন) আর ঝিল দেখে যদি আসে আমার কিছু করার নেই। মদন মিত্র বুকের পাটা ফুলিয়ে বলছি, ছেলে মেয়ের চাকরির জন্য আজীবন লড়াই করব। তবে দুর্নীতি যদি প্রমাণিত হয়, নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে যাব।” মদন এও বলেন, ”সিবিআই জিজ্ঞেস করেছিল কটা বউ?”

advertisement

আরও পড়ুন: দমদম পুরসভার চেয়ারম্যানকে তোলা হল সিবিআই-এর গাড়িতে, গেলেন কোথায়? জল্পনার অবসান

মদনের সংযোজন, ”সিবিআই আমাকে ভালোবাসে। জানে এখানে আসলে অনেক ক্যামেরা আসবে । মোদি যা রাহা হ্যাঁ, ইন্ডিয়া আ রাহা হ্যাঁ। যতবার আসবে ততবার উত্তর দেব। সহযোগিতা করব। তবে তারপর তাদেরও উত্তর দিতে হবে, মদন মিত্রের মতো সাচ্ছা নেতা আর নেই।” এদিন সিবিআই তল্লাশি শেষে মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্যও বলেন, ‘‘তদন্তে সহযোগিতা করেছেন মদন মিত্র। তাঁর বাড়ি থেকে কোনও নথিও পাওয়া যায়নি। কিছু সিজ করা হয়নি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কিন্তু, হঠাৎ মদন মিত্রের বাড়িতে কেন গেল সিবিআই৷ তা নিয়েই সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে জল্পনা৷ সিবিআই সূত্রের খবর, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত অয়ন শীলের ডায়েরিতে সাংকেতিক চিহ্নে লেখা ছিল কয়েকজন প্রভাবশালীর নাম। আর তাঁর মধ্যেই একটি ছিল ‘এমএম’। এই ‘এমএম’ আসলে কে? সেটাই জানার চেষ্টা করছে সিবিআই। আর তাই মদন মিত্রের বাড়িতে রবিবার এই তল্লাশি। সূত্রের খবর, মদন মিত্র অয়ন শীলকে চিনতেন কি না, চিনলেও, তাঁদের মধ্যে কতটা পরিচিতি ছিল, সেটাই তদন্তের মাধ্যমে আন্দাজ করতে চেয়েছিলেন গোয়ন্দারা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: 'টাইগার আভি জিন্দা হ্যায়', CBI বেরতেই স্বমহিমায় মদন মিত্র! প্রশ্ন শুনেছেন, 'কটা বউ?'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল