Firhad Hakim Cbi: তল্লাশির মাঝেই ফিরহাদের বাড়িতে ঢুকল সিবিআই-এর ৫ গাড়ি, জল্পনা বাড়ছে ক্রমশ

Last Updated:

Firhad Hakim Cbi: কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়ি।

কলকাতা: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পরে এবার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। রবিবার সকাল ৯টা নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল ফিরহাদের বাড়ি যায়। মনে করা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁকে জেরা করা হচ্ছে। বাড়িতেও চলছে তল্লাশি। এই প্রতিবেদন লেখার সময়ও ফিরহাদের বাড়িতে রয়েছে সিবিআই। এমনকী বিকেল চারটে নাগাদ ফিরহাদ হাকিমের বাড়িতে ঢোকে সিবিআই-এর পাঁচটি গাড়ি। কিন্তু হঠাৎ কেন এতগুলি বাড়ি মন্ত্রীর বাড়িতে ঢুকল, তাও আবার তল্লাশির মাঝে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়ি। ফিরহাদ হাকিমের আইনজীবী গোপাল হালদারও রয়েছেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানান যে তিনি আইনজীবী। কিন্তু তারপরেও ভিতর থেকে অনুমতি না আসায় ঢুকতে দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।
advertisement
advertisement
তৃণমূল নেতা তথা মন্ত্রীর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন করলেও পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়েছে। সূত্রের খবর, রবিবার নিজাম প্যালেসে সকালে ছিল তৎপরতার ছবি। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চেতলায় আসেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। এই মুহূর্তে চেতলা অগ্রণী ক্লাবের পাশে মেয়রের বাড়ি যেন কার্যত দুর্গের চেহারা নিয়েছে। ফিরহাদ হাকিমের অনুগামীরা অনেকেই বলেছেন, এটি বিজেপির কাজ। বাইরে থেকে নথি ঢুকিয়ে তৃণমূল নেতাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। সেই মর্মে স্লোগানও তোলে তাঁরা।
advertisement
যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতির তদন্তের বেশ কিছু তথ্য জানতেই মেয়রের বাড়িতে এসেছেন সিবিআইয়ের আধিকারিকরা। তল্লাশিও চলছে সেই সূত্রেই। এদিকে, ফিরহাদের বাড়িতে পৌঁছেছে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিম। কিন্তু তাঁকেও বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর তরফে, এমনটাই অভিযোগ। তবে, দীর্ঘ টালবাহানার পর তাঁকে বাবার কাছে যেতে অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim Cbi: তল্লাশির মাঝেই ফিরহাদের বাড়িতে ঢুকল সিবিআই-এর ৫ গাড়ি, জল্পনা বাড়ছে ক্রমশ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement