Firhad Hakim Cbi: তল্লাশির মাঝেই ফিরহাদের বাড়িতে ঢুকল সিবিআই-এর ৫ গাড়ি, জল্পনা বাড়ছে ক্রমশ
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Firhad Hakim Cbi: কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়ি।
কলকাতা: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পরে এবার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। রবিবার সকাল ৯টা নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল ফিরহাদের বাড়ি যায়। মনে করা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁকে জেরা করা হচ্ছে। বাড়িতেও চলছে তল্লাশি। এই প্রতিবেদন লেখার সময়ও ফিরহাদের বাড়িতে রয়েছে সিবিআই। এমনকী বিকেল চারটে নাগাদ ফিরহাদ হাকিমের বাড়িতে ঢোকে সিবিআই-এর পাঁচটি গাড়ি। কিন্তু হঠাৎ কেন এতগুলি বাড়ি মন্ত্রীর বাড়িতে ঢুকল, তাও আবার তল্লাশির মাঝে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়ি। ফিরহাদ হাকিমের আইনজীবী গোপাল হালদারও রয়েছেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানান যে তিনি আইনজীবী। কিন্তু তারপরেও ভিতর থেকে অনুমতি না আসায় ঢুকতে দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।
advertisement
advertisement
তৃণমূল নেতা তথা মন্ত্রীর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন করলেও পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়েছে। সূত্রের খবর, রবিবার নিজাম প্যালেসে সকালে ছিল তৎপরতার ছবি। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চেতলায় আসেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। এই মুহূর্তে চেতলা অগ্রণী ক্লাবের পাশে মেয়রের বাড়ি যেন কার্যত দুর্গের চেহারা নিয়েছে। ফিরহাদ হাকিমের অনুগামীরা অনেকেই বলেছেন, এটি বিজেপির কাজ। বাইরে থেকে নথি ঢুকিয়ে তৃণমূল নেতাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। সেই মর্মে স্লোগানও তোলে তাঁরা।
advertisement
আরও পড়ুন: ‘কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার চাকরি দুর্নীতিতে যুক্ত’, পোস্টারে কালি লেপে দিলেন বিজেপি কর্মীরাই!
যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতির তদন্তের বেশ কিছু তথ্য জানতেই মেয়রের বাড়িতে এসেছেন সিবিআইয়ের আধিকারিকরা। তল্লাশিও চলছে সেই সূত্রেই। এদিকে, ফিরহাদের বাড়িতে পৌঁছেছে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিম। কিন্তু তাঁকেও বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর তরফে, এমনটাই অভিযোগ। তবে, দীর্ঘ টালবাহানার পর তাঁকে বাবার কাছে যেতে অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 08, 2023 4:23 PM IST







