TRENDING:

কালো পাঞ্জাবি-কমলা ধুতি... নাতির পছন্দ করা 'বিশেষ' জুতো পরেই বিধানসভায় চিররঙিন মদন

Last Updated:

Madan Mitra: পরনে কালো সিল্কের পাঞ্জাবি আর সরু জরি পার কমলা ধুতি যেন আরও ঝলমলে করে তুলেছিল রঙিন মন-মেজাজের সদা হাস্যময় বিধায়ক মদন মিত্রকে। তবে ধুতি ও পাঞ্জাবি ছাড়িয়ে সকলের নজর আরও বেশি করে যা কাড়ছিল তা হল প্রবীণ বিধায়কের পায়ের জুতো জোড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুরু হতে না হতেই শাসক-বিরোধী তরজা আর হই-হট্টগোলে আজ মুলতুবি হয়ে যায় বিধানসভার অধিবেশন। নজিরবিহীনভাবে শাসক-বিরোধী দুই পক্ষই অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এস বিক্ষোভ দেখাতে শুরু করে বৃহস্পতিবার। প্রথমে মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিজেপি ওয়াকআউট করে। এতো সবকিছুর মধ্যেই শাসকদলের এক বিধায়ককে দেখা গেল একদম অন্য মেজাজে। তিনি হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
তৃণমূল বিধায়ক মদন মিত্র
তৃণমূল বিধায়ক মদন মিত্র
advertisement

এমনিতে রংচঙে মেজাজের প্রবীণ হয়েও 'এভারগ্রীন' বিধায়ক মদন মিত্র এদিন যেন ছিলেন একটু বেশিই রংচঙে। পরনের পোশাক থেকে পায়ের জুতো সবেতেই ছিল এক পুজো পুজো আমেজ। আর তার সেই সাজ নজর কাড়তে কোনও কসুর করেনি সংবাদমাধ্যমের।

আরও পড়ুন: বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

advertisement

পরনে কালো সিল্কের পাঞ্জাবি আর সরু জরি পার কমলা ধুতি যেন আরও ঝলমলে করে তুলেছিল রঙিন মন-মেজাজের সদা হাস্যময় বিধায়ক মদন মিত্রকে। তবে ধুতি ও পাঞ্জাবি ছাড়িয়ে সকলের নজর আরও বেশি করে যা কাড়ছিল তা হল প্রবীণ বিধায়কের পায়ের ছেলেমানুষি স্টাইলের জুতো জোড়া। সাধারণত শিশুদের পায়ে যে ধরণের জুতো দেখা যায় তেমনই নানা কার্টুন চরিত্রের ছবি চিত্রায়িত একটি মজাদার জুতো পায়ে পরেছিলেন মদন মিত্র। আর তাতেই সবার চোখ ছিল কামারহাটির বিধায়কের পায়ে।

advertisement

সাংবাদিকদের প্রশ্নে মদন মিত্র জানান সাউদার্ন এভিনিউ-এর একটি শপিং মলে নাতির সঙ্গে গিয়েছিলেন বিধায়ক। আর সেখানেই নাতি নিজে পছন্দ করে দাদুকে কিনিয়েছে এই ছেলেমানুষি জুতো। আর পুজোর মুখে নতুন সেই জুতো পায়ে গলিয়েই সোজা বিধানসভায় হাজির হন মদন মিত্র।

advertisement

মুহূর্তে যেন বিধায়সভার দমবন্ধ করা 'উত্তপ্ত বাকবিতণ্ডায়' কিছুটা হলেও ছেদ পড়ে। পুজোর মুখে বিধানসভার শ্বেতশুভ্র অলিন্দে কিছুক্ষণের জন্য যেন বয়ে যায় একঝলক টাটকা বাতাস।

আরও পড়ুন: 'টাকা নিচ্ছেন নেতারা... ছবি প্রকাশ করব, চ্যালেঞ্জ!' চার নেতার নাম প্রকাশ্যে এনে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, এরপরই অবশ্য নিজস্ব মেজাজে ফিরে আসে বিধানসভার অলিন্দ। এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ’ মন্তব্যকে বিদ্রুপ করে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘তাহলে কি উনি আত্মবিশ্বাসী নয় উনি পুরুষ না মহিলা? একজন বিধানসভার বিরোধী দলনেতা বলছেন ডোন্ট টাচ মাই বডি তাহলে কি ওনার শরীর স্পর্শ করা যাবে না? উনি কী বলতে চাইছেন?’ পরবর্তীতে ওয়াক আউট প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানান, ‘আমরা যখন বিরোধী দল করেছি কখনও ভাবিনি ডোন্ট-টাচ-মাই বডি। আমাদের তুলেছে-ছুড়েছে। স্বপন চক্রবর্তীকে গুলি করে প্রায় পনেরো মিটার দূরে ছুড়ে ফেলা হয়েছিল। আমি রাজনীতি করব আর বলব আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছিঃ…!’

বাংলা খবর/ খবর/কলকাতা/
কালো পাঞ্জাবি-কমলা ধুতি... নাতির পছন্দ করা 'বিশেষ' জুতো পরেই বিধানসভায় চিররঙিন মদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল