TRENDING:

Madan Mitra Health: ভাল নেই মদন মিত্র! মধ্যরাতে ফের খিঁচুনি, রাখতে হচ্ছে চোখে চোখে, কী বলছেন SSKM-এর চিকি‍‍ৎসকেরা?

Last Updated:

হাসপাতালে তৈরি মেডিক্যাল বোর্ডের সদস্যেরা প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন প্রাক্তন মন্ত্রীর। বসানো হয় প্রায় আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়ামের প্লেট। এই প্লেট বসাতে ১০টি স্ক্রু ব্যবহার করা হয়। অস্ত্রোপচার সফল হওয়ার পরে, তাঁকে আইটিইউ-তে ভর্তি রাখা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত কয়েকদিন ধরেই শরীর ভাল নেই মদন মিত্রের৷ গত বুধবারই তাঁর হাতের অস্ত্রোপচার হয়েছিল৷ তারপরের দিন, অর্থাৎ, বৃহস্পতিবার রাতেই ফের অসুস্থ হয়ে পড়লেন মদন মিত্র৷ তবে প্রায় সঙ্গে সঙ্গেই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেন চিকিৎসকেরা৷ খবর হাসপাতাল সূত্রের।
advertisement

কামারহাটির বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ যেন কাটছেই না। বুধবারই মদন মিত্রের ভাঙা হাতের অস্ত্রোপচার করানো হয়। আর তারপরে, এসএসকেএম হাসপাতালের চিকিৎসক সূত্রের খবর, বৃহস্পতিবার রাতের দিকে খিঁচুনি হয় তাঁর।

একের পর এক! সম্প্রতি নিউমোনিয়া সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবান ব্লকের ভর্তি করানো হয় মদন মিত্রকে। এরপরেই উডবান ব্লকে খিঁচুনি হয়ে পড়ে যান তিনি। আঘাত পান বাঁ হাতে এবং কাঁধে। চিকিৎসকেরা এক্স-রে সহ নানা বিধ পরীক্ষা করার পর দেখতে পান, বাঁ হাতের উপর কাঁধের হাড় ভেঙে গিয়েছে। এরপরেই তড়িঘড়ি বুধবার এই হাসপাতালেরই ট্রমা কেয়ার বিভাগে অস্ত্রোপচার হয় মদন মিত্রের।

advertisement

আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল, প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

হাসপাতালে তৈরি মেডিক্যাল বোর্ডের সদস্যেরা প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন প্রাক্তন মন্ত্রীর। বসানো হয় প্রায় আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়ামের প্লেট। এই প্লেট বসাতে ১০টি স্ক্রু ব্যবহার করা হয়। অস্ত্রোপচার সফল হওয়ার পরে, তাঁকে আইটিইউ-তে ভর্তি রাখা হয়।

advertisement

এরপরই বৃহস্পতিবার রাতে ফের খিঁচুনি হয় মদন মিত্রের। বেশ কয়েক মিনিট খিঁচুনি স্থায়ী হয়েছে বলে খবর। মদন মিত্রের শারীরিক অবস্থার খবর পাওয়া মাত্রই চিকিৎসকেরা পর্যবেক্ষণ করেন তাঁকে। তবে, আপাতত হবে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই খবর।

আরও পড়ুন: জেলে জ্যোতিপ্রিয়! এখন কে সামলাবে বনগাঁর সংগঠন…লোকসভাকে সামনে রেখে বড় সিদ্ধান্ত তৃণমূলের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে ঠিক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মদন মিত্র? এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা। তবে এই হাসপাতালের এক প্রবীণ চিকিৎসকের বক্তব্য, আপাতত স্থিতিশীল থাকলেও, এখন বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা অত্যন্ত জরুরি। কারণ, এর মধ্যে একাধিকবার খিঁচুনি হয়েছে তাঁর। তাই নার্সদেরও সবসময় নজর রাখতে বলা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra Health: ভাল নেই মদন মিত্র! মধ্যরাতে ফের খিঁচুনি, রাখতে হচ্ছে চোখে চোখে, কী বলছেন SSKM-এর চিকি‍‍ৎসকেরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল