Anup Ghosal Passes away: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল, প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

Last Updated:

Anup Ghosal Passes away: বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে।

প্রয়াত অনুপ ঘোষাল
প্রয়াত অনুপ ঘোষাল
কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন বিধায়ক ডঃ অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অনুপবাবুর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কও। তাঁর প্রয়াণে সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, “বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সংগীত পরিবেশন করেছেন।
advertisement
বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনাও করেন। তিনি ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছে সঙ্গীত মহল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
advertisement
সঙ্গীতজগতের পাশাপাশি অনুপবাবু পা রেখেছিলেন রাজনীতিতেও। ২০১১ সালে তৃণমূলের হয়ে উত্তরপাড়া বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ওই একবারই ভোটে দাঁড়িয়েছেন তিনি। ২০১৬-য় তাঁর জায়গায় উত্তরপাড়ার বিধায়ক হন সাংবাদিক প্রবীর ঘোষাল। তিনি এদিন অনুপ ঘোষালের মৃত্যু সংবাদ পাওয়ার পর দ্য ওয়ালকে বলেন, “অনুপবাবু অত বড় শিল্পী ছিলেন। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কোনও দূরত্ব তৈরি হতে দেননি। বিধায়ক থাকাকালে উত্তরপাড়ার মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াতেন।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anup Ghosal Passes away: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল, প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement