TRENDING:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা, প্রেম! তার পরেই ফুড়ুৎ যুবক... শিয়ালদা কোর্টের বাইরেই বসল বিয়ের আসর! চার হাত এক হতেই মিলল বরের জামিন

Last Updated:

এজলাসের বাইরে বসল বিয়ের আসর! পুলিশি নিরাপত্তায় এলেন বর। কনের সাজে এলেন প্রেমিকা। চার হাত এক হতেই মিলল বরের জামিন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ভরা আদালত চত্বর। হঠাৎ‍ই কনের সাজে আদালত চত্বরে সপরিবারে এলেন তরুণী। কিছু সময় বাদে পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করানো হল বরকে। এরপর দু’জনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আদালত কক্ষের বাইরে বসল বিয়ের আসর। চার হাত এক হল আদালত চত্বরেই। এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন মঙ্গলবার শিয়ালদা আদালতের আইনজীবী থেকে আইনি কাজে আসা মানুষজন।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা, প্রেম! তার পরেই ফুড়ুৎ যুবক... শিয়ালদা কোর্টের বাইরেই বসল বিয়ের আসর! চার হাত এক হতেই মিলল বরের জামিন (Representative image)
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা, প্রেম! তার পরেই ফুড়ুৎ যুবক... শিয়ালদা কোর্টের বাইরেই বসল বিয়ের আসর! চার হাত এক হতেই মিলল বরের জামিন (Representative image)
advertisement

চলছিল প্রেম। সম্পর্ক আরও গাঢ় হতে শুরু করে। তরুণীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ে করবেন। সম্পর্ক আরও মধুর হতে থাকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই বেশ কয়েকবার শারীরিক মিলনে জড়িয়ে পড়েছিলেন তরুণ। হঠাৎ মাস চারেক আগে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগ এরপরই বেঁকে বসেন তরুণ প্রেমিক। লজ্জায় কাউকে প্রথমে কিছুই বলতে পারছিলেন না তরুণী। পরে অবশ্য বেনিয়াপুকুর থানার দ্বারস্থ হন তরুণী ও তার পরিবারের সদস্যরা। থানায় অভিযোগ করেন তরুণের বিরুদ্ধে।

advertisement

‘৭০ হাজার না দিলে গাড়ি ছাড়ব না!’ পুলিশের ঘুষকাণ্ডে ফাঁসলেন দুই অফিসার…বীরভূমে তোলপাড়!

ডাক্তারি ছেড়ে IAS অফিসার! এখন ৫১ কোটি টাকার ঘুষকাণ্ডে নাম জড়াল যে কারণে… স্ত্রীও আমলা!

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণ ও নির্যাতিতা তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন অভিযুক্ত। অভিযোগ, সেই প্রতিশ্রুতির ভিত্তিতে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। কয়েক মাস আগে তরুণী অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করেন।

advertisement

এরপর তরুণীর পরিবার বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্তের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। জেল হেফাজতে থাকাকালীন অভিযুক্ত বিয়েতে রাজি হন। উভয় পরিবারের মধ্যে আলোচনা হয় এবং অভিযুক্তের আইনজীবী আদালতে জানান যে উভয় পক্ষই বিয়েতে সম্মত। আদালত থেকে অনুমতি মেলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

দু’জনকেই বসানো হয় এজলাসে। অভিযুক্তর আইনজীবী, মহম্মদ সাজিদ জানিয়েছেন, আদালতের তরফে বিয়েতে সম্মতি দেওয়া হয়। এরপর আদালত কক্ষের বাইরে বিয়ে অর্থাৎ নিকা হয় দুজনের।আদালত কক্ষের বাইরে কাজী মহম্মদ সামসের উপস্থিতি দুজনের বিয়ে হয়। আইনি ভাবে সই করে তরুণ-তরুণী বিয়ে করেন। বিয়ে সম্পন্ন হলে ফের আদালত কক্ষে যান নবদম্পতি। তরুণের জামিন মঞ্জুর করে আদালত। শেষে নতুন বউকে নিয়ে বাড়ি ফেরেন তরুণ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা, প্রেম! তার পরেই ফুড়ুৎ যুবক... শিয়ালদা কোর্টের বাইরেই বসল বিয়ের আসর! চার হাত এক হতেই মিলল বরের জামিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল