TRENDING:

Lok Sabha Elections: হাজার মতবিরোধ সত্ত্বেও বামেদের সমর্থন! ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিল পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক

Last Updated:

পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের সম্পাদক বলেন, "পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে গড়ে ওঠা "বাম কংগ্রেস জোটকে" সমর্থন করছে। সর্বত্র বাম কংগ্রেস জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছে। ইতিমধ্যে, আমরা বিমান বসুকে সে বিষয়ে জানিয়েছি।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেশকিছু বিষয়ে মত বিরোধের ফলে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতাদের একাংশ দল ছেড়ে বেরিয়ে তৈরি করেছে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক। দলের সাথে ভাঙন হলেও আদতে তাঁরা যে বামফ্রন্টের সঙ্গেই আছে তা বোঝাতে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়ে জানাল নতুন দলের নেতারা। সম্প্রতি এই চিঠি পৌঁছেছে আলিমুদ্দিন স্ট্রিটে। দলের তরফে জানানো হয়েছে, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাম কংগ্রেস প্রার্থীদের সমর্থন করা হবে। দলের কর্মী সমর্থকদের ইতিমধ্যেই সেই বার্তা দেওয়া হয়েছে।
advertisement

একই সঙ্গে জোট প্রার্থীদের সমর্থনে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সম্প্রতি দলের তরফে সম্পাদক সুব্রত দে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়ে একথা জানানোর পাশাপাশি রাজ্য বামফ্রন্টে যুক্ত হওয়ার আবেদন করেছেন।

আরও পড়ুন: ঘন ঘন লোডশেডিং! গরম থেকে বাঁচতে দেদার কেনা হচ্ছে AC, শুক্রবার সর্বোচ্চ মাত্রা ছুঁল বিদ্যুতের চাহিদা

advertisement

পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের সম্পাদক বলেন, “পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে গড়ে ওঠা “বাম কংগ্রেস জোটকে” সমর্থন করছে। সর্বত্র বাম কংগ্রেস জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছে। ইতিমধ্যে, আমরা বিমান বসুকে সে বিষয়ে জানিয়েছি।”

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, “পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের এই সমর্থনকে স্বাগত জানালেও এই মুহূর্তে বামফ্রন্টএ যুক্ত করার চিন্তাভাবনা নেই বিমান বসুদের। কারণ, রাজ্য বামফ্রন্টে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক রয়েছে। ফলে, নতুন করে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লককে বামফ্রন্টে যুক্ত করার প্রশ্নই নেই। সে কথা আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।”

advertisement

আরও পড়ুন: আর দেরি নেই, ওরেঞ্জ লাইনে শুরু ট্রায়াল রান! এবার মহড়া দৌড় শুরু হয়ে গেল রুবি থেকে বেলেঘাটা

পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, ” বিজেপির দেশের সম্পদ বিক্রির পাশাপাশি তৃণমূলের চাকরি বিক্রি জনগণের সামনে এক বড়ো বিপদ। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরএসএসের পরিকল্পনা মতো পঙ্গু করে দেওয়া হচ্ছে। দেশ জুড়ে ইলেক্টোরাল বন্ডের নামে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে দলীয় ফান্ডে টাকা রোজগার তোলাবাজির নয়া সংষ্করণ। দেশের সম্পদ ও অর্থনীতি কিছু ধান্ধার পুঁজির মালিকদের কুক্ষিগত করে দেওয়া হচ্ছে।

advertisement

অন্যদিকে, রাজ্যের সর্বস্তরে চলেছে লাগামছাড়া দূর্নীতি আর তোলাবাজি। নীতি আদর্শ জনসেবার বদলে আজ টাকা রাজনীতি তথা গণতন্ত্রের প্রধান চালিকাশক্তি। বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় সংঘ পরিবারের পরিকল্পনা মতো ধর্মীয় মেরুকরণ এই মুহূর্তে গণতন্ত্র ও স্বচ্ছ জনমত প্রকাশের প্রধান বাধা। আসলে বিজেপি ও তৃণমূল উভয়কে পরাস্ত করা প্রয়োজন। এমতাবস্থায় আমরা পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে গড়ে ওঠা “বাম কংগ্রেস জোটকে” সমর্থন করছি”৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Elections: হাজার মতবিরোধ সত্ত্বেও বামেদের সমর্থন! ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিল পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল