✔ দ্রুত ও সহজে টিকিট কেনার সুযোগ, লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই।✔ সহজ ইন্টারফেস, যাত্রীরা নিজেই গন্তব্য নির্বাচন করে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন।✔ নগদ লেনদেনের ঝুঁকি এড়িয়ে সম্পূর্ণ ক্যাশলেস ডিজিটাল লেনদেনের সুবিধা।✔ রেলওয়ের জনবল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব হবে।✔ টিকিটবিহীন যাত্রা কমিয়ে যাত্রী রাজস্ব বাড়ানো সম্ভব হবে।
ভারতীয় রেল ATVM এবং UTS মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে নগদহীন লেনদেন ও টিকিটবিহীন যাত্রা রোধে উৎসাহ দিচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, শিয়ালদহ-বনগাঁ শাখায় বাণিজ্যিক বিভাগ এক বিশেষ প্রচারাভিযান চালু করেছে। সিনিয়র ডিসিএম শ্রী পবন কুমার-এর তত্ত্বাবধানে এবং ডিআরএম শিয়ালদহ, শ্রী দীপক নিগম-এর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
advertisement
এই প্রচারাভিযানে অন্তর্ভুক্ত রয়েছে:✔ UTS মোবাইল অ্যাপ ব্যবহারের লাইভ ডেমোনস্ট্রেশন।✔ অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের প্রক্রিয়া সম্পর্কে যাত্রীদের সচেতন করা।✔ অ্যাপ ব্যবহারে ক্যাশব্যাক সুবিধা ও সময় সাশ্রয়ের বিষয়ে অবহিতকরণ।✔ বারাসত স্টেশনে বিশেষ প্রচার, যেখানে দৃষ্টিহীন যাত্রীদের জন্য টিকিট সংগ্রহ আরও সহজতর করা হয়েছে।
আরও পড়ুন : আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া, সপ্তাহান্তে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা
শ্রী দীপক নিগম, ডিআরএম, শিয়ালদহ বলেন—”UTS মোবাইল অ্যাপ ব্যবহার যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এটি কেবল সময় ও অর্থ সাশ্রয়ই করে না, বরং টিকিটবিহীন যাত্রাও কমিয়ে আনবে। আমরা যাত্রীদের অনুরোধ করছি যাতে তারা এই আধুনিক প্রযুক্তি গ্রহণ করেন এবং রেল পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করেন।”শিয়ালদহ বিভাগ এই সচেতনতা অভিযানের মাধ্যমে ডিজিটাল লেনদেন, স্মার্ট টিকিটিং এবং আধুনিক রেল পরিষেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে রেল ইউনিয়নগুলোর অভিযোগ ধাপে ধাপে কমারশিয়াল বিভাগের কর্মী কমছে। টিকিট কাউন্টারে যাঁরা কর্মরত, তাদের অন্যত্র কাজ দেওয়া হচ্ছে। তাই এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় ঝুঁকছে রেল।