মূলত যাত্রীদের দাবি মেনেই এই সিদ্ধান্ত। সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় ঝা। একইসঙ্গে, হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত যাতায়াতকারী দু’টি লোকাল ট্রেনের যাত্রাপথ বর্ধিত করা হল। হাওড়া থেকে ওই দু’টি লোকাল এখন থেকে আর সিঙ্গুর পর্যন্ত যাবে না। একটি লোকাল হরিপাল পর্যন্ত এবং অন্যটি তারকেশ্বর পর্যন্ত বর্ধিত করা হল।
advertisement
সাংবাদিক বৈঠকে ওই রেলকর্তা দাবি করেছেন, হরিপাল এবং তারকেশ্বর শাখায় যাত্রীসংখ্যা অনেক বাড়ছে। চাহিদাও বাড়ছে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল। এ ছাড়াও ৪২টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের মূল স্টেশন থেকে ছাড়ার সময় বদলে দেওয়া হল। এই ট্রেনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দার্জিলিং মেল, শিয়ালদহ মালদা টাউন গৌড় এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, বিকানীর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, হাওড়া-ছত্রপতি শিবাজী মেন টার্মিনাস এক্সপ্রেস, হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস মত গুরুত্বপূর্ণ ট্রেনগুলি এ বার থেকে নতুন সময় ছাড়বে। এছাড়াও, ৭২টি এক্সপ্রেস বা দূরপাল্লার ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া হল। গন্তব্যস্থলে পৌঁছনোর ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে সময় লাগত, তার থেকে ওই ৭২টি এক্সপ্রেস ট্রেনের ৫ মিনিট থেকে ৫৫ মিনিট সময় কম লাগবে।
অর্থাৎ ঘণ্টা প্রতি গতিবেগ বাড়ল তালিকাভুক্ত ট্রেনগুলির।
আরও পড়ুন : ট্রেনে উঠলেই ২০ টাকা! আজ থেকে একবারে ১০ টাকা বাড়ল মেট্রোরেলের টিকিটের দাম
৮ টি লোকাল ট্রেনেরও গতিবেগ বাড়ানো হলো। গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে সময় লাগত, তার থেকে ওই লোকাল ট্রেনগুলির ৬ মিনিট থেকে ২০ মিনিট সময় কম লাগবে। এছাড়াও ৮৬টি লোকাল ট্রেন, ৪৪টি ডেমু প্যাসেঞ্জার ট্রেন এবং ১৪৬টি মেমু প্যাসেঞ্জার ট্রেন নতুন নম্বর নিয়ে ১ জানুয়ারি থেকে যাতায়াত শুরু করছে।