শিয়ালদহ ডিভিশনে ট্র্যাকে কাজ হবে সে কারণেই শনি ও রবিবার বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। ২৮ ডিসেম্বর বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি: আপ 32249/ ডাউন 32252। ২৯ ডিসেম্বর বাতিল থাকবে- শিয়ালদহ-বনগাঁ: আপ 33811, 33813/ ডাউন 33820, 33822, শিয়ালদহ -হাবরা: আপ 33651, 33653/ ডাউন 33652, 33654, শিয়ালদহ – হাসনাবাদ: আপ 33513/ ডাউন 33514, শিয়ালদহ – ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220।
advertisement
আরও পড়ুন: ‘নো এন্ট্রি ফর বাংলাদেশি!’ হয়ে গেল পাকাপাকি সিদ্ধান্ত! আর ‘এখানে’ আসতে পারবেন না বাংলাদেশের কেউ?
শিয়ালদহ – দত্তপুকুর: আপ 33613/ ডাউন 33612, 33616, 33618 শিয়ালদহ – কল্যাণী সিমন্ত: আপ 31311, 31313/ ডাউন 31312, 31316 শিয়ালদহ -শান্তিপুর: আপ 31511, 31513/ ডাউন 31512, 31516শিয়ালদহ –গেদে: আপ 31911/ ডাউন 31912 শিয়ালদহ -কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812 শিয়ালদহ – নৈহাটি: আপ 31411/ ডাউন 31414 শিয়ালদহ –রানাঘাট: আপ 31611, 31613, 31615/ ডাউন 31612, 31614, 31616 বারাসত – দত্তপুকুর: আপ 33357এমনকী 03172 লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার 22:45 টায় লালগোলা ছাড়বে। 22:15 ঘণ্টায় প্রস্থানের সময় নির্ধারণের পরিবর্তে।
আরও পড়ুন: সবচেয়ে প্রিয় খাবারটাই কি এবার খেতে পারবে না বাংলাদেশ! কোন খাবার? ভারত যা করল, শুনে চমকে উঠবেন!
কিছুদিন আগে প্রায় একমাসের জন্য ৩০ জোড়া ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে হাওড়া ডিভিশনে। তবে এবার যে লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে সেটা মূলত শিয়ালদহ ডিভিশনের জন্য। শিয়ালদহ থেকে ডানকুনি, বনগাঁ, হাবড়া লাইনের বেশ কিছু লোকাল ট্রেন ২৮ ও ২৯ তারিখ বাতিল করা হয়েছে। মূলত লাইনের কাজ হওয়ার জেরেই শনি ও রবিবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিয়ালদহ ডিভিশনের রেল আধিকারিকরা জানিয়েছেন, দ্রুত তারা কাজ শেষ করার চেষ্টা করবেন৷
আবীর ঘোষাল