রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ‘‘বিজেপির প্রতিশ্রুতি আসলে জুমলা হয়। মূল্যবৃদ্ধি নিয়ে মানুষ এমনিতেই অস্বস্তিতে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি কটূক্তি করত। বলত দান-খয়রাতি করছে। আর এখন অন্য রাজ্য সেই প্রকল্প নিচ্ছে। বিজেপি এটা নিয়ে কম কথা বলুন। তারা চ্যালেঞ্জের সামনে পড়েছেন। ২০২৪ এর থ্রেট বিজেপি বুঝতে পারছে। ওরা এতটাই সন্ত্রস্ত। আসলে সমাজনীতিতে ওরা অভ্যস্ত নয়।’’
advertisement
তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে বলেন, ‘‘ভাল প্রশাসক, ভাল সমাজ সংস্কারক হয়। মেয়েরা ৫০% আসনে এখন লড়াই করছে। এটা খালি ভোটের ব্যাপার নয়। এটা সামাজিক সম্মান। মেয়েরা সম্মানিত তাই বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি মেয়েদের কিছু করে না। তাই ভয় পায়।’’
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘‘বিজেপির চ্যালেঞ্জ আসলে ক্রেডিবিলিটি। এই রাজ্যে এখনই ১ কোটি ৯৮ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে৷ ’’ শাসকদলের নেতানেত্রীদের এই বক্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির৷ বাংলা বিজেপি নেতৃত্ব অবশ্য জানাচ্ছে, মানুষ যথেষ্ট সচতন, তাঁরা সবটা বুঝতে পারছেন৷
আরও পড়ুন: ঘুম পেলেই বেজে উঠবে অ্যালার্ম! নতুন AI সিস্টেমে বড় বদল আনতে চলেছে ভারতীয় রেল
সূত্রের খবর, INDIA-র আলোচনায় বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা সরকারের সফল প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে৷ তার মধ্যে অবশ্যই গুরুত্ব পেয়েছে এই প্রকল্প। যে কারণে দক্ষিণের রাজ্যে ধীরে ধীরে এই প্রকল্প চালু হচ্ছে৷ আগামিদিনে ভোটমুখী রাজ্যেও এর প্রভাব পড়তে পারে৷