Indian Railways: ঘুম পেলেই বেজে উঠবে অ্যালার্ম! নতুন AI সিস্টেমে বড় বদল আনতে চলেছে ভারতীয় রেল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, RDSO এই বিশেষ ব্যবস্থা নিয়ে কাজ করছে। এই রাজ্যের এলিফ্যান্ট করিডরে এর প্রথম ব্যবহার হবে৷ সব্যসাচী দে, সিপিআরও, উত্তর পূর্ব সীমান্ত রেল অবশ্য জানিয়েছেন, রেল বোর্ডের তরফে তাদের এই RDAS - rail driver alarming সিস্টেম সম্পর্কে জানানো হয়েছে৷
কলকাতা: দীর্ঘক্ষণ ধরে একটানা ট্রেন চালানো৷ হঠাৎ করেই মোটরম্যানের ক্লান্তি ঘনিয়ে আনতে পারে বিপদ। তবে ঘুমের মতো শারীরবৃত্তীয় প্রক্রিয়া তো আর আগে থেকে অনুমেয় নয়। এই অবস্থায় নয়া প্রযুক্তি আনতে চলেছে রেল বোর্ড। এবার AI নির্ভর RDAS নিয়ে আসছে রেল। এর ফলে চালকের ঘুম পেলেই সতর্ক করে দেবে কেবিনে থাকা এই AI যন্ত্র। যার প্রথম প্রয়োগ হবে উত্তর পূর্ব সীমান্ত রেলে। রেল সূত্রে খবর, প্রাথমিক ভাবে এই AI সিস্টেম ব্যবহার করা হবে রাজ্যের শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এলিফ্যান্ট করিডরে।
ভোর বা সন্ধ্যা হঠাৎ করেই রেললাইনের মাঝে হাতি চলে আসা উত্তরবঙ্গের প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের এই রেল পথে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে। বহুক্ষেত্রে জঙ্গলপথের ক্লান্তি গ্রাস করে মোটরম্যানদের। ফলে লাইনে বন্যপ্রাণী দেখে সতর্ক হতে সময় লেগে যায়। অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায়।
আরও পড়ুন: পুরসভার অধিবেশন নাকি কুস্তির আখড়া! হাতাহাতি থেকে ধাক্কাধাক্কি, মল্লযুদ্ধের মারপ্যাঁচ সবই দেখল সেপ্টেম্বর অধিবেশনে
পণ্যবাহী ট্রেন চালকদের মাঝে মধ্যেই এই সমস্যায় পড়তে হয়। এছাড়া, দূরপাল্লার ট্রেনের চালকদের অনেক সময় ক্লান্তি গ্রাস করে। দীর্ঘ সময় ডিউটিতে অনেকেরই চোখের পাতা জুড়িয়ে যায় মাঝে মধ্যেই। এই অবস্থায় এবার এক বিশেষ প্রযুক্তি ট্রেন অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসছে রেল। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার প্রথম হবে এর ট্রায়াল। এর ফলে, চোখের পাতা জুড়িয়ে আসলেই মোটরম্যান কেবিন জুড়ে বিশেষ শব্দ হবে। সতর্ক হয়ে যাবেন চালক ও সহকারী চালক। এর ফলে দূর্ঘটনা এড়ানো সহজ হবে।
advertisement
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, RDSO এই বিশেষ ব্যবস্থা নিয়ে কাজ করছে। এই রাজ্যের এলিফ্যান্ট করিডরে এর প্রথম ব্যবহার হবে৷ সব্যসাচী দে, সিপিআরও, উত্তর পূর্ব সীমান্ত রেল অবশ্য জানিয়েছেন, রেল বোর্ডের তরফে তাদের এই RDAS – rail driver alarming সিস্টেম সম্পর্কে জানানো হয়েছে৷
advertisement
আপাতত, এই প্রযুক্তি পুরোপুরি ডেভলপ করার কাজ চলছে। চালকদের মাঝেমধ্যেই ক্লান্তি চলে আসে। তাই এই প্রযুক্তি ব্যবহার হলে, ঘুম আসলেই তা সতর্ক করে দেবে। রেল সূত্রের খবর, এই প্রযুক্তির ব্যবহার প্রথম হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলে। সফল হলে আগামিদিনে সর্বত্র এটা ব্যবহার হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Sep 17, 2023 12:28 PM IST










