TRENDING:

Anis Khan Death: টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা, তদন্তে ডাকা হল এক টোটোচালককে! কিন্তু কেন?

Last Updated:

Anis Khan Death: ঘটনার রাতে ঘটনাস্থলে ওই টোটো চালক ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। কিন্তু কেন তখন সেখানে ওই টোটোচালক ছিলেন, সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুরু থেকেই রাজ্য সরকারের তদন্তে রাজি ছিলেন না। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কিছুটা হলেও নরম হচ্ছেন আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা (Anis Khan Death)। ছেলের হত্যাকারীকে চেনাতে TI প্যারেডে দাঁড়াতেও রাজি হয়েছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশ আসার পরই আজ শুক্রবার উলুবেড়িয়া সংশোধনাগারে TI প্যারেড করার সিদ্ধান্ত নিয়েছিলেন আধিকারিকরা। সেইমতো প্যারেডে যোগ দেওয়ার জন্য আনিসের বাবাকে অনুরোধ করা হয়। প্রথমে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে প্যারেডে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। পরে তাঁকে TIপ্যারেডের জন্য নিয়ে যান আইনজীবী। অবশ্য টিআই প্যারেডে যাকে চিনতে পারার, সে ছিল না বলেই দাবি করেছেন আনিসের বাবা। এদিকে, এদিন ফের ভবানী ভবনে (Bhawani Bhawan) তলব করা হয়েছিল আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী-সহ মোট ১০ জনকে। তদন্তের স্বার্থে তলব করা হয়েছিল আমতার এক টোটো চালককেও। ঘটনার রাতে ঘটনাস্থলে ওই টোটো চালক ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। কিন্তু কেন তখন সেখানে ওই টোটোচালক ছিলেন, সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা
টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা
advertisement

গত শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় ছাত্র নেতা আনিস খানের। তার ঠিক পরের দিন অর্থাৎ ১৯ তারিখ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। তদন্তের স্বার্থে সিট গঠন করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁদের তদন্তে বাধা দেয় মৃতের পরিবার। বারবার আনিসের বাড়িতে গিয়ে ফিরে আসতে হয়েছিল অফিসারদের। এরপর গ্রেফতার করা হয় এক হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারকে।

advertisement

আরও পড়ুন: ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয় পড়ুয়া, ডাক্তারি পড়তে এই দেশ কেন এত জনপ্রিয়?

এই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। বৃহস্পতিবার আদালতের তরফে আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। জেলা জজের তত্ত্বাবধানেই কবর থেকে দেহ তোলা হবে আনিসের দেহ এবং করা হবে ময়নাতদন্ত। নমুনা ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষণ করতে হবে। আনিসের মোবাইল ফোনটি জেলা জজের মাধ্যমে সিটের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: ফেলা হবে স্পেস স্টেশন, এবার ভারতকে হুঁশিয়ারি রাশিয়ার! ট্যুইট ঘিরে তুমুল আলোড়ন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন আনিসের বাড়ি থেকে আমতা থানা পর্যন্ত মিছিল করে আনিসের পাড়া প্রতিবেশীরা। সেই মিছিলে সামিল হয়েছিলেন আনিসের বাবা সালেম। থানার সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে প্রতিবেশীরা। এদিকে, গ্রেফতার হওয়া হোম গার্ড ও সিভিক ভলে্ন্টিয়ারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Khan Death: টিআই প্যারেডে গেলেন আনিসের বাবা, তদন্তে ডাকা হল এক টোটোচালককে! কিন্তু কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল