TRENDING:

Trinamool Congress: দল যাকে মনে করবে, তাকেই দেওয়া হবে পুরসভার দায়িত্ব...তাকেই মানতে হবে, বার্তা তৃণমূলের 

Last Updated:

প্রত্যেকের কাজের মনিটরিং করা হবে। ফাঁকিবাজি নয়, বার্তা শীর্ষ নেতৃত্বের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: পুরসভার শীর্ষ দুই পদে কারা বসতে চলেছেন তাদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কারা বসতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সাংগঠনিক স্তরে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। নির্বাচিত বেশি সংখ্যক পুর সদস্য যাদের পক্ষে রায় দেবেন তাঁদের প্রাথমিক ভাবে পুরসভার শীর্ষ স্তরে বসানো হতে পারে।সংশ্লিষ্ট সদস্যের অভিজ্ঞতা দেখা হবে (Trinamool Congress)।
advertisement

আরও পড়ুন-ইন্টারনেটে একটি বিল আপলোড করেই রাতারাতি ভাইরাল হয়ে গেলেন এই প্লাম্বার! কিন্তু কেন?

সবাইকে নিয়ে কাজ করার দক্ষতা কতটা সেটা দেখা হবে। স্থানীয় বিধায়ক ও সাংসদের মতামতও নেওয়া হবে। পদ পাওয়া বা না পাওয়া নিয়ে কোনও রকম অশান্তি বা গোষ্ঠী পাকানো বরদাস্ত করা হবে না। পুরসভাগুলির চেয়ারম্যান ইন কাউন্সিল পদে গুরুত্ব পাবেন মহিলারাও। অনেকেই ইতিমধ্যেই আবেদন জানাতে শুরু করেছেন অনুরোধের মাধ্যমে। নজরুল মঞ্চে বৈঠকের শেষে পরিষ্কার করে দেওয়া হয়েছে, দলের কাছে সবার তথ্য আছে। তাই দল সঠিক ব্যক্তি চূড়ান্ত করবে। যে বা যিনি দায়িত্ব পাবেন তাদের কাজও মনিটরিং হবে নিয়মিত।

advertisement

আরও পড়ুন-লক্ষ্য ওজন কমানো? সাদা না বাদামি, কোন ডিমে কাজ দেবে বেশি?

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই দলের শীর্ষ নেতাদের কাছে নামের তালিকা জমা পড়তে শুরু করেছে। বেশ কিছু জায়গায় জেলা সভাপতিদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে। তাদের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে নামের তালিকা। অন্যদিকে সাংসদ ও স্থানীয় বিধায়করাও পাঠিয়েছেন নামের তালিকা। এই সব তালিকা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে দল। তবে যে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হন না কেন, তার ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। পুরসভা চালানোর কাছে সে কতটা অভিজ্ঞ সবটাই দেখে নেবে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে রাজ্যে পুর এলাকায় একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। এর মধ্যে ঘরে ঘরে পানীয় জল ও নিকাশি মূল লক্ষ্য। সেই উদ্দেশে দ্রুত যাতে কাজ করতে পারা যায় সেদিকে নজর রয়েছে সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Trinamool Congress: দল যাকে মনে করবে, তাকেই দেওয়া হবে পুরসভার দায়িত্ব...তাকেই মানতে হবে, বার্তা তৃণমূলের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল