আগামী শনিবার এবং রবিবার নিউটাউন রবীন্দ্রতীর্থে অনুষ্ঠিত হতে চলা এই ভাষা মেলা সর্বজনীন। বাংলা ভাষার পাশাপাশি রাজ্যের অন্যান্য ভাষাও যাতে যথাযোগ্য মর্যাদা পায় সেই উদ্দেশেই এই ভাষা মেলা। ভাষা বিশেষজ্ঞ,গবেষক, শিল্পী,সংস্কৃতি কর্মীর পাশাপাশি বহু সাধারণ মানুষও এই মেলায় উপস্থিত থাকবে বলে আশাবাদী আয়োজকরা। রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের ভাষা এবং তাদের বিশেষ সেমিনার হবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভূমিজ, রাজবংশী, মেচ,তামাং-সহ বিভিন্ন ভাষাভিত্তিক মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এই মেলায়।
advertisement
আরও পড়ুন : এখানে উত্তরমুখী স্রোতে স্নানে গঙ্গাস্নানের মতোই পুণ্য, সীমান্তবর্তী গ্রাম মেতে উঠেছে ১৪২ বছরের মেলা ঘিরে
দ্বিতীয় দিন চিত্র পরিচালক রাজা মিত্রর বক্তব্য ও তাঁর চলচ্চিত্রের প্রদর্শন করা হবে। এছাড়াও সেদিন দোহারের অনুষ্ঠানও পরিবেশিত হবে। নানা জনগোষ্ঠীর ভাষা নিয়ে বিরদ্ধ আলোচনায় অংশ নেবেন জলধর কর্মকার, সনৎ মাহাতো, তপন কুমার সিং, সমীরণ কোরা, দীপক কুমার রায়, শ্রীপতি টুডু, প্রশান্ত রায় সুশীল রাভা।
ভাষা গবেষণা, ভাষার সংরক্ষণ, ভাষার বহুমুখিতা নিয়ে এই ভাষা মেলায় বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে। বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো যেভাবে পথ হারাচ্ছে, দিনে দিনে বড় ভাষাগুলি যেভাবে এই আঞ্চলিক ভাষাগুলোকে শেষ করে দিচ্ছে, তা আটকাতে এই মেলা এক নতুন পথের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে।