লালুপ্রসাদ যাদব এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে পরিবারের ছবি শেয়ার করে লেখেন, ‘‘আমি আর রাবড়ি দেবী আমাদের নাতনি কাত্যায়নীর ছোট্ট ভাইয়ের নাম রাখলাম ইরাজ৷ তেজস্বী ও রাজশ্রী (লালুর পুত্রবধূ) তাঁদের ছেলের পুরো নাম রেখেছে ইরাজ লালু যাদব৷’’
advertisement
নাতি নাতনির নামকরণের ব্যাখ্যায় লালু লেখেন, ‘‘নবমীর ষষ্ঠ দিন কাত্যায়নী অষ্টমীর পুণ্যতিথিতে জন্মেছিল কাত্যায়নী আর বজরং বলি হনুমান জি ধন্য মঙ্গলবারে জন্ম নিয়েছে আমাদের ছোট্ট সোনা, তাই নাম রাখা হল ইরাজ৷’’
শেষে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়েছেন, তাঁর নাতি এবং তাঁর মা সুস্থ রয়েছেন৷
আরও পড়ুন: সব ঠিক… এবার রাজ্যসভায় যাচ্ছেন কমল হাসান! কন্নড় ভাষা নিয়ে বিতর্কের মাঝেই বড় খবর
সংস্কৃতে ইরাজ নামের অর্থ ‘পবন পুত্র’। যা প্রভু হনুমানের আরেক নাম৷ এছাড়া ইরাজের অর্থ ফুল, খুশি বা আনন্দও হয়ে থাকে৷ যে কোনও নতুন কিছুর শুরু, অথবা ভোরের আরেক অর্থও ‘ইরাজ’৷
ক’দিন ধরেই লালুর বড়ছেলে তেজপ্রতাপকে নিয়ে তুমুল নারীঘটিত বিতর্ক চলছে৷ তার মধ্যেই কলকাতায় নতির জন্ম৷ স্ত্রী রাবড়ি দেবীকে সঙ্গে নিয়েই কলকাতার হাসপাতালে দেখা করতে এসেছিলেন লালু। নাতির সঙ্গে প্রথম সাক্ষাতের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন লালু।