TRENDING:

লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, অক্সফোর্ডেও বক্তৃতা রাখবেন মহিলা মুখ্যমন্ত্রী! নারী দিবসের উজ্জ্বল দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Mamata Banerjee: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য রাজ্যের সামাজিক পরিষেবা প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। মূলত লক্ষ্মীর ভান্ডার-এর সুবিধা ও অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারেই জোর দিলেন শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী ও রূপশ্রী— বাংলার মহিলাদের স্বনির্ভর ও সম্মানজনক জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সফল রূপান্তরের মডেল পৌঁছে যাবে বিশ্বমঞ্চে! আগামী ২৭ মার্চ ২০২৫, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘কন্যা সন্তান ও নারী ক্ষমতায়ন’ বিষয়ে বক্তৃতা দেবেন তিনি।
লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, অক্সফোর্ডেও বক্তৃতা রাখবেন মহিলা মুখ্যমন্ত্রী! নারী দিবসের উজ্জ্বল দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায়
লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, অক্সফোর্ডেও বক্তৃতা রাখবেন মহিলা মুখ্যমন্ত্রী! নারী দিবসের উজ্জ্বল দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলের প্রচারে সামাজিক পরিষেবা প্রকল্প

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য রাজ্যের সামাজিক পরিষেবা প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। মূলত লক্ষ্মীর ভান্ডার-এর সুবিধা ও অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারেই জোর দিলেন শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি! কোন কোন জেলা ভাসবে? দোলের আগে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট

advertisement

ছুটতে ছুটতে ব্যাঙ্কে এলেন ব্যক্তি, ম্যানেজারের ঘরে ঢুকে সোজা বললেন, ‘আমার সব শেষ…!’ শুনে ঘাম ছুটল সবার

তৃণমূল কংগ্রেস ডিজিটাল প্ল্যাটফর্মেও এই প্রচার শুরু করেছে। সামাজিক পরিষেবার মাধ্যমে মহিলাদের পাশে থাকার বার্তা দিতেই এই কর্মসূচি গ্রহণ করেছে দল।

এদিন বিকেলে তৃণমূলের মহিলা সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। বঙ্গ বিধানসভা ভোটের আবহে এই পদযাত্রা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নারীকল্যাণকে সামনে রেখেই রাজ্যের মহিলা ভোটারদের আরও কাছে পৌঁছতে চাইছে তৃণমূল।

advertisement

ধুলো পড়ে ‘বেহাল’ সিলিং ফ্যান? ‘মই’ ছাড়াই এই উপায়ে ৫ মিনিটে পরিষ্কার করুন…ঝড়ের মতো হাওয়া পাবেন!

আন্তর্জাতিক নারী দিবসে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নারীদের শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে নারীদের স্বাস্থ্য-শিক্ষা-সুরক্ষার উন্নয়নে প্রকল্পের পর প্রকল্পের আশ্বাস। জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছে শাসক দলের মহিলা সংগঠন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আবহে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বহু মহিলারই ‘কাছের মানুষ’। সেই কারণেই মহিলা ভোট তৃণমূলের অন্যতম শক্তি।

advertisement

ওয়েটিং ‘টিকিট’? ট্রেনের সংরক্ষিত কামরায় উঠলে কী হতে পারে আপনার সঙ্গে? TT যা করতে পারে…জেনে নিন!

লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী— একের পর এক প্রকল্প মহিলাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক নারী দিবসেও মহিলাদের কাছে পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিয়েছে তৃণমূল। টার্গেট মহিলা ভোট— রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাই মূল লক্ষ্য। তৃণমূলের এই পদক্ষেপ আগামী নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

#WomensDay-তে বিশিষ্টরা কী প্রতিক্রিয়া লিখলেন দেখে নিন- 

মহুয়া মৈত্র এক্স হ্যান্ডলে বলেন—

“নারীর শক্তি, দৃঢ়তা ও সাফল্যের উদযাপনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এক অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী হয়েছে— যেখানে নারীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন এবং সাফল্যের শিখরে পৌঁছাচ্ছেন।”

রচনা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে বলেন—

“নারী-কেন্দ্রিক উন্নয়নে বাংলা আজ এক নতুন মাইলফলক স্থাপন করেছে। মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলারা আজ স্বনির্ভর। সংসদে ৩৮% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই বিশেষ দিনে বাংলার, ভারতের এবং বিশ্বের সমস্ত নারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।”

সায়নী ঘোষ এক্স হ্যান্ডলে বলেন—

“নারী কল্যাণ ও সুরক্ষার ক্ষেত্রে নতুন নজির গড়েছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রয়াস অসংখ্য নারীর জীবন বদলে দিয়েছে— আর্থিক স্বনির্ভরতা থেকে সামাজিক সম্মান, প্রতিটি ক্ষেত্রেই তিনি নারীদের পাশে দাঁড়িয়েছেন। #WomensDay-তে সকল নারীর প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা!”

শতাব্দী রায়ের নারী দিবসের বার্তা—

“নারীর ক্ষমতায়নে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তার প্রভাব আমরা প্রতিদিন বাংলার প্রতিটি স্তরে দেখতে পাই।

#WomensDay-তে, রাজ্যের তথা বিশ্বের সমস্ত নারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। নারীরা এগিয়ে চলুক, শক্তিশালী হোক!”

বীরবাহা হাঁসদার নারী দিবসের বার্তা—

“বাংলায় প্রতিটি দিনই নারীদের দিন!

মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, নারীরা আজ শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে— নীতি নির্ধারণে, জনকল্যাণমূলক প্রকল্পে এবং নেতৃত্বের শিখরে। এখানে ক্ষমতায়নের কোনও জাত, ধর্ম বা সম্প্রদায়ের বেড়া নেই।

এই বিশেষ দিনে, রাজ্যের তথা বিশ্বের সমস্ত নারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এগিয়ে চলুক নারীশক্তি!”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মহিলা ভোট তৃণমূলকে বিপুল সমর্থন দিয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের সামাজিক পরিষেবা ইস্যুকে সামনে রেখেই বিশেষ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।

বাংলা খবর/ খবর/কলকাতা/
লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, অক্সফোর্ডেও বক্তৃতা রাখবেন মহিলা মুখ্যমন্ত্রী! নারী দিবসের উজ্জ্বল দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল