নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মিললেও এখনই জেল থেকে মুক্তি পাবেন না বলে জানা গিয়েছে। কুন্তল ইডির করা মামলায় জামিন পেলেও সিবিআইয়ের করা মামলায় এখনই জামিন পাচ্ছেন না। তাই জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না।
আরও পড়ুন: গাড়িতে ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরেন? অপেক্ষা করছে বিরাট বিপদ, সতর্ক করেছে খোদ সরকার
advertisement
জামিনের নির্দেশিকায় আদালত জানিয়েছে পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে কুন্তল ঘোষকে। পাশাপাশি নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না কুন্তল। ব্যক্তিগত ১০ লাখ টাকার বন্ডে জামিন মিলেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না এবং কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না তিনি।
আরও পড়ুন: দেশের সবচেয়ে নোংরা শহর কোনটা জানেন? রাজ্যের এক শহর, নাম দেখলে আকাশ থেকে পড়বেন
প্রসঙ্গত, এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাই কোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তি করার পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। আপাতত স্বস্তি মিললেও জেলেই থাকতে হবে। পাশাপাশি বুধবার প্রাক্তন মন্ত্রী পাথ চট্টোপাধ্যায়েরও জামিন মামলার শুনানি রয়েছে আদালতে। পার্থর জামিন মিলবে কি?