এ দিন চিনার পার্কের ফ্ল্য়াট থেকে বের করার সময় কুন্তল পাল্টা দাবি করেন, 'আমি কোনও টাকা নিইনি। এটা তাপস মণ্ডলের ষড়যন্ত্র। বরং তাপস মণ্ডলই আমার থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। তাপস মণ্ডলকে ঘুষ দিইনি বলেই আজ আমার এই হাল।' তৃণমূলের যুবনেতা অবশ্য় দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্য়ায় বা অন্য় কেউ নয়, একমাত্র তাপসই তাঁর থেকে টাকা চেয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: ২৪ ঘণ্টা ধরে দুই ফ্ল্য়াটে তল্লাশি, এবার ইডি-র হাতে গ্রেফতার তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করার পর বেসরকারি বিএড কলেজের মালিক তাপস মণ্ডলের খোঁজ পায় সিবিআই। তাপস মণ্ডল আবার সিবিআই-এর কাছে দাবি করেন, কুন্তল ঘোষ নামে হুগলির তৃণমূলের এক যুবনেতা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর থেকে সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন। সেই চাকরিপ্রার্থীদের নামের তালিকাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জমা দেন তাপস। প্রমাণ স্বরূপ কুন্তলের সই করা কয়েকটি রসিদও পেশ করেন তিনি।
এই অভিযোগের ভিত্তিতেই কুন্তল ঘোষকে ডেকে দু' দিন জেরা করে সিবিআই। প্রথম থেকেই টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন কুন্তল। গতকাল সকাল থেকে আচমকাই কুন্তলের চিনার পার্কের দু'টি ফ্ল্য়াটে হানা দেয় ইডি। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি। তার পরেই কুন্তলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরেই তাপসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন কুন্তল।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! নিয়োগ তালিকা নিয়ে বিস্ফোরক তথ্য
ইডি সূত্রে খবর, কুন্তলের দুই ফ্ল্য়াট থেকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। কুন্তলের বিপুল সম্পত্তির তালিকাও এসেছে ইডি-র হাতে। তার আয়ের উৎস কী, কুন্তল তার সদুত্তর দিতে পারেননি বলেও ইডি সূত্রে খবর। কুন্তলের আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির হিসেবের অসঙ্গতি রয়েছে বলেও ইডি সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগেরও সদুত্তর কুন্তল দিতে পারেননি বলে ইডি সূত্রে দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তাপস তাঁর থেকে টাকা চেয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদের সময় তাদেরকেও কিছু জানাননি কুন্তল। ফলে এখন তিনি সেই দাবি করছেন কেন, সেই প্রশ্ন উঠছে।
কুন্তলের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন তাপস মণ্ডলও। তিনি বলেন, 'চাকরি দেওয়ার নাম করে ও আমার পরিচিতদের থেকে যে ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা চাকরিপ্রার্থীদের থেকে নিয়েছিল তার তথ্য় প্রমাণ আমি সিবিআই-কে দিয়েছিল। আমি বার বার ওর কাছে সেই টাকাই ফেরত দেওয়ার জন্য় বলেছিলাম। আমি তো তদন্তে সহযোগিতা করছি। আর কুন্তল যাদের থেকে টাকা নিয়েছিল, আগামী সোমবার সিবিআই তাঁদের ডেকেছে। তাঁরাও তথ্য়প্রমাণ দেবেন। '
গ্রেফতারির পর কুন্তলকে নিয়ে ইতিমধ্য়েই মেডিক্য়াল টেস্টের জন্য় নিয়ে যান ইডি কর্তারা। আজই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।