Primary Teacher Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! নিয়োগ তালিকা নিয়ে বিস্ফোরক তথ্য
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Primary Teacher Recruitment Scam: সিবিআইকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির।' এই বিষয়ে ৩১ শে জানুয়ারির মধ্যে OMR Sheet মূল্যায়নের বরাত প্রাপ্ত সংস্থার কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত।
কলকাতা: এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে নয়া মোড়। ''পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী ২২০৮ জনের একটা অতিরিক্ত প্যানেলও আমরা তৈরি করেছিলাম। কমপক্ষে ১২ বার এই প্যানেল তৈরি করা হয়েছে। এই তথ্য আমরা পর্ষদকে পাঠিয়েছিলাম। ২০১৭ সালে এই অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়।''- আদালতে জানাল OMR মূল্যায়নকারী বরাতপ্রাপ্ত সংস্থা।
এই মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করেন এটা তো নতুন তথ্য, "এ তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।"
advertisement
advertisement
সিবিআই,আই ও সোমনাথ বিশ্বাসকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'মিস্টার বিশ্বাস, আপনি আমার জায়গায় চলে আসুন, আমি আপনার জায়গায় চলে যাচ্ছি। কী যে করেন? ১ ঘণ্টা লাগল এটা বুঝতে, আপনার তো আরও আগেই বুঝতে পারেন। সিবিআইকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির।' এই বিষয়ে ৩১ শে জানুয়ারির মধ্যে OMR Sheet মূল্যায়নের বরাত প্রাপ্ত সংস্থার কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 6:32 PM IST