এই দুই ঘটনার কথা উল্লেখ করেই এবার আগামিকাল, ২১ ডিসেম্বরের জন্য় সতর্কবার্তা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আগামিকাল বিজেপি নেতাদের থেকে দূরে থাকার জন্য় সাধারণ মানুষকে সতর্ক করলেন তিনি। যদিও তৃণমূল নেতাকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
আরও পড়ুন: তাঁর অভিযোগেই আটকালো অনুব্রতর দিল্লি যাত্রা, সেই কর্মীকেই সাসপেন্ড করল তৃণমূল
advertisement
কুণাল ঘোষ বলেন, '১২ তারিখ সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য় মৃত্য়ু হল। ১৪ তারিখ কম্বল দিতে গিয়ে নিরীহ লোকদের মেরে দিল। ডিসেম্বরে নাকি রাজ্য়ে সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। সবাইকে বলছি, আগামিকাল একটু সাবধানে থাকবেন। আগামিকাল ২১ তারিখ বিজেপি নেতাদের বা বিজেপি-র শাখা সংগঠন, এজেন্সি, এদের থেকে দূরে থাকবেন। এরা খুব বিপজ্জনক। ডেট দিয়ে দিয়ে মানুষ মেরে ফেলছে। সবাই ঠাকুর ঠাকুর করে বাড়ি থেকে বেরোবেন।'
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসে রাজ্য়ে বড় কিছু ঘটার দাবি করে আসছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিসেম্বর মাস যত এগিয়ে আসে, তত বিরোধী দলনেতার হুঁশিয়ারি নিয়ে জল্পনা বাড়ে রাজ্য় রাজনীতিতে। ডিসেম্বর মাসের শুরুতে একেবারে তিনটি তারিখ ঘোষণা করে বড় কিছু ঘটার দাবি জানান শুভেন্দু অধিকারী। যদিও ১২ এবং ১৪ ডিসেম্বর রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ কিছুই ঘটেনি। কিন্তু ১২ তারিখ সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডে লালন শেখের মৃত্য়ুর পরই শুভেন্দুর তারিখ রাজনীতিকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে নামে শাসক দল।
আরও পড়ুন: কম্বল বিতরণ কাণ্ডে 'রক্ষাকবচ' চেয়ে হাইকোর্টে চৈতালি তিওয়ারি! আদালতে জানালেন 'এই' আর্জিও
আবার ১৪ ডিসেম্বর আসানসোলে বিজেপি কাউন্সিলর এবং জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির উদ্য়োগে কম্বল বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সেখান থেকে বেরিয়ে আসার পরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
কুণাল ঘোষের মন্তব্য়ের পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও। রাজ্য় বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, 'বিজেপির কাছে এসে খুব একটা লাভ হবে না। তৃণমূলের যে নেতারা বিজেপি-র জানলায় উঁকি মারছেন, পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও যাঁরা যোগাযোগের চেষ্টা করছেন, তাঁদের বিজেপি দূরেই রাখবে। প্রকৃতির খামখেয়ালি পানা আছে, প্রকৃতির উপরে কারও কোনও প্রভাব খাটে না। নিম্নচাপ তৈরি হয়, তার ফলে পরিবেশের বৃত্ত অনেক সময় বড় হয়, অনেক সময় ছোট হয়। কিন্তু শীত পড়বেই। শীতের পরে বসন্তও আসবে। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য়ে বসন্ত চলে আসবে।'