আরও পড়ুন- দিলীপের উচিৎ শুভেন্দুকে শো-কজ করা...বললেন কুণাল ঘোষ
এই ঘটনার পর শুভেন্দুকে আক্রমণ শানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে পুলিশকে যুদ্ধ করতে হত। আর আজ তিনজন মহিলা পুলিশকর্মী ঘিরে রেখেছিলেন বলে শুভেন্দু বলে ওঠেন – নো নো ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। লজ্জাবতী লতা আমার আলুভাতে... হাঁটতে হাঁটতে চলে গেল। এ তো হাস্যকর! এতবড় অপদার্থ বিরোধী দলনেতা।’’
advertisement
আরও পড়ুন- নবান্ন অভিযানের শুরুতেই আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
কুণাল এদিন আরও বলেন, ‘‘বিজেপির ফ্লপ নবান্ন অভিযান ৷ ওদের পরিকল্পনা ছিল অস্থিরতা তৈরি করার। পুলিশ প্রশাসন সেটা ব্যর্থ করেছে। এই বিজেপির জনভিত্তি নেই ৷ হিংসা, প্ররোচনা করে রাজনীতি করে ৷ যে ভাবে তাদের কর্মীদের দিয়ে পাথর, ইঁট ছুড়েছেন। পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছেন ৷ মোটের ওপর যা কিছু বিক্ষিপ্ত ঘটনা। অপদার্থ নেতৃত্বের কথা বলছে ৷ সবাই দেখেছে কারা অশান্তি করেছে। কারা আগুন লাগিয়েছে। এই সুকান্ত-মালব্য পাগল। এদের কোনও জনভিত্তি নেই। এরা জণগণের হয়রানি করেছে ৷ শুভেন্দু অধিকারীর দিকে যত ক্যামেরা তাক করে ছিল। তত মিনিটও দাঁড়িয়ে থাকতে পারলেন না। কর্তব্যরত পুলিশ কর্মীদের বলছেন, ডোন্ট টাচ মাই বডি। এই বিনোদনের নাম ‘সপ্তপদী রিভিজিটেড’। রিনা ব্রাউনের কথা মনে করালেন আমাদের ৷ হিম্মত দেখাতে পারল না ৷ ’’