বিজেপির নবান্ন অভিযানে পুলিশের সংযমের প্রশংসা করে অভিষেক গুলি চালানো নিয়ে একটি মন্তব্য করেছিলেন। সুকান্ত মজুমদার অভিযোগ করেন মুলত তা নিয়েই। যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘এ সব আসলে বিতর্ক তৈরি করে প্রচারে থাকার চেষ্টা। কিন্তু রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি কি ভুলে গেলেন, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে করা সায়ন্তন বসুর মন্তব্য? তিনি তো বলেছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে বলছি বুক লক্ষ্য করে গুলি চালান!’ কিংবা দিলীপ ঘোষের করা মন্তব্য— ‘উপর থেকে ছ’ইঞ্চি নামিয়ে দেব?’ তিনি কি ভুলে গেলেন অনুরাগ ঠাকুরদের বক্তব্য— ‘দেশ কি গদ্দারও কো, গোলি মারো শালো কো’?
advertisement
আরও পড়ুন : অভিষেকের 'মাথায় গুলি' মন্তব্যের জের..., আদালতে মামলা করলেন সুকান্ত মজুমদার
কুণাল বলেন, "অভিষেক তো সাধারণ মানুষকে বলেননি। উনি দুষ্কৃতীদের কথা বলেছেন। যারা লাঠি-রড নিয়ে পুলিশকে আক্রমণ করেছে, তাদের খুন করতে যাচ্ছে, তাদের কথা বলেছেন। পুলিশ যে সংযম দেখিয়েছে তার প্রশংসা করে বলেছেন। সেটা না বুঝে ট্রেনি সভাপতি নাটক করতে যদি চান তো করুন।’’অভিষেকের যে মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য সভাপতি আদালতে অভিযোগ জানিয়েছেন, তা গত ১৪ সেপ্টেম্বর এর ঘটনা। এসএসকেএম হাসপাতালে তিনি দেখতে গিয়েছিলেন আহত কলকাতা পুলিশের আধিকারিককে৷ সেখানে দাঁড়িয়ে অভিষেক এই মন্তব্য করেন।
আরও পড়ুন : পুরনো ছন্দে টালা ব্রিজ! আজ থেকে শুরু বাস চলাচল! কোন কোন বাস রুট চালু ফের? রইল তালিকা
বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘‘ওঁরা অনেক সহ্যশক্তি দেখিয়েছেন, আমি থাকলে এখানে (কপালে হাত ঠেকিয়ে) গুলি করতাম।’’ সেই ঘটনার প্রায় ১৫ দিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে আদালতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত।