শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে এদিন কুণাল বলেন, "এ সবই সংকীর্ণ মনের পরিচয়৷ রাজনীতি অবশ্যই চলতে থাকবে। নরকের কীট একটা। না হলে নেতাজির জন্মদিনে মালা দিতে গিয়ে এমন কথা বলে! দৈনন্দিন রাজনীতির কথা আজ না হলেই ভাল। মানুষ সব দেখছে।"
advertisement
এরপরেই তাঁর কটাক্ষ, "নেতাজির কন্যা স্বয়ং বলেছেন তিনি আরএসএস পছন্দ করতেন না। আজকের দিনে হঠাৎ আরএসএস বা বিজেপি সাজার আগে মনে রাখুন, নেতাজি আপনাদের বিরোধী ছিলেন। এই শুভেন্দু যে ধর্মীয় ভেদাভেদমূলক কথা বলেন, নেতাজি কিন্তু তাঁর ধর্মনিরপেক্ষতা বজায় রাখতেন। আপনাদের কোনও কথা বলার অধিকার নেই৷"
আরও পড়ুন: নেতাজির স্বপ্নপূরণই আরএসএস-এর লক্ষ্য়, কলকাতায় দাবি ভাগবতের! কটাক্ষ অধীর-ফিরহাদের
এদিন কলকাতার শহিদ মিনার ময়দানে নেতাজির জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। কলকাতার শহিদ মিনার ময়দানে বক্তব্য় রাখতে গিয়ে নেতাজির স্বপ্নপূরণকেই আরএসএস-এর লক্ষ্য় বলে দাবি করলেন সংঘ প্রধান মোহন ভাগবত। একা মোহন ভাগবত নন, নেতাজির জন্মদিন পালনে এ দিন সকাল থেকেই বিজেপি নেতাদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
নেতাজির জন্মদিন পালন নিয়ে যথারীতি রাজনীতির কথা লড়াই শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতেই নেতাজি-গান্ধিজিদের নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি-আরএসএস।