Narendra Modi: শহিদদের নামে আন্দামান-নিকোবরের ২১ দ্বীপের নামকরণ! নেতাজির জন্মদিনে স্মৃতিস্তম্ভ উদ্বোধন মোদির
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ভারতের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বের কথা উল্লেখ করে ২০১৮ সালেই রস আইল্যান্ডের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ হিসাবে নামাঙ্কিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নামকরণ করা হয়েছিল শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপের নামে।
নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পরাক্রম দিবসে নতুন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ হবে ২১ পরমবীর চক্রপ্রাপক শহিদদের নামে।
২১ দ্বীপের নামকরণ করা ছাড়াও এদিন নেতাজির ১২৬ তম জন্মদিবস উপলক্ষে আন্দামানে একটি স্মৃতিস্তম্ভেরও উদ্বোধন করেন মোদি।
advertisement
পরাক্রম দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বলেন, "এই আন্দামানেই প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। প্রথম স্বাধীন ভারতের সরকার গঠিত হয়েছিল এই দীপপুঞ্জে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই দিনটা সারা দেশ পরাক্রম দিবস হিসাবে উদযাপন করে।" দেশের বীর সেনানিদের শ্রদ্ধা জানাতেই এই নামকরণের সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
advertisement
Prime Minister Narendra Modi participates in a ceremony to name the 21 largest unnamed islands of Andaman & Nicobar Islands, via video conferencing. PM will also unveil the model of the National Memorial dedicated to Netaji to be built on Netaji Subhas Chandra Bose Dweep. pic.twitter.com/jBouUvl0Rv
— ANI (@ANI) January 23, 2023
advertisement
জানা গিয়েছে, নিকোবর-দ্বীপপুঞ্জের বৃহত্তম অনামী দ্বীপের নামকরণ করা হয়েছে মেজর সোমনাথ শর্মার নামে। ১৯৪৭ সালের ৩ নভেম্বর শ্রীনগর বিমানবন্দরে পাক হামলার মোকাবিলা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ভারতের এই বীর সৈনিক।
আরও পড়ুন - বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করেছি! আদালতে দাঁড়িয়ে বোমা বলিউডের সুন্দরী নায়িকার, তোলপাড়
advertisement
প্রধানন্ত্রীর দফতরের সূত্রে জানানো হয়েছে, "প্রধানমন্ত্রী সবসময়েই ভারতের বীরদের যথার্থ সম্মান প্রদর্শন করার বিষয়ে গুরুত্ব দেন। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্দামান-নিকোবরের ২১ টি দ্বীপের নাম ২১ জন পরমবীরচক্র প্রাপক শহিদ সেনাদের নামে।"
Today, on Parakram Diwas, I pay homage to Netaji Subhas Chandra Bose and recall his unparalleled contribution to India’s history. He will be remembered for his fierce resistance to colonial rule. Deeply influenced by his thoughts, we are working to realise his vision for India.
— Narendra Modi (@narendramodi) January 23, 2023
advertisement
ভারতের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বের কথা উল্লেখ করে ২০১৮ সালেই রস আইল্যান্ডের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ হিসাবে নামাঙ্কিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নামকরণ করা হয়েছিল শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপের নামে।
Location :
New Delhi,Delhi
First Published :
January 23, 2023 12:18 PM IST