TRENDING:

'৩৫ দূরের কথা, ৩ থেকে ৫টি আসুন জিতুক বিজেপি!' শাহের টার্গেট শুনে কটাক্ষ কুণালের

Last Updated:

একদিনের সফরে কলকাতায় এসে এ দিন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতায় এসে দলের রাজ্য নেতাদের সামনে ফের একবার ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দলের নেতাদের নিয়ে বিশেষ ইলেকশন ম্যানেজমেন্ট টিমও গড়ে দিয়েছেন শাহ৷
শাহের দাবিকে কটাক্ষ কুণালের৷
শাহের দাবিকে কটাক্ষ কুণালের৷
advertisement

অমিত শাহের বাংলা থেকে ৩৫টি আসন জয়ের এই লক্ষ্যমাত্রাকেই তীব্র কটাক্ষ করল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, ‘৩৫টি দূরে থাক, আগে বাংলায় ৩ থেকে ৫টি আসন জিতে দেখাক বিজেপি৷’

নির্বাচনের প্রস্তুতির জন্য অমিত শাহের তৈরি কমিটিকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ‘কমিটি গড়ে এখন থেকে বেছে রাখলেন ভরা ডুবির পর কাদের দায়ী করতে পারবেন। এটা ভরাডুবির কমিটি। ৩৫ তো দূরের কথা,৩ থেকে ৫ টি বাংলা থেকে আসন পেয়ে দেখাক। ৩ আর ৫ জুড়লে তবে তো ৩৫ হবে!’

advertisement

আরও পড়ুন: শাহের নির্দেশ মানতে রাজ্য কমিটির বৈঠক করবে বিজেপি, তৈরি ১৫ জনের নির্বাচন কমিটি

গত বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে এসে নিয়মিত সভা করে গিয়েছিলেন অমিত শাহ, জে পি নাড্ডা, নরেন্দ্র মোদিরা৷ তার পরেও অবশ্য প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে পারেনি গেরুয়া শিবির৷ সেই উদাহরণ দিয়ে কুণাল ঘোষ বলেন, ২০২১- এর বিধানসভা ভোটের সময় ওনারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জার করেছেন। এতে আমাদেরও একটা সুবিধা৷ যত বেশি মানুষ ওঁদের মুখ দেখবেন, তত বাংলার প্রতি তাঁদের বঞ্চনার কথা মনে পড়ে যাবে৷ ফলে ওঁরা যত বেশি আসবেন, ততবার হারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একদিনের সফরে কলকাতায় এসে এ দিন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ ১৫ জনের যে কমিটি গড়ে দেওয়া হয়েছে, তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ছাড়াও দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'৩৫ দূরের কথা, ৩ থেকে ৫টি আসুন জিতুক বিজেপি!' শাহের টার্গেট শুনে কটাক্ষ কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল