Amit Shah In Kolkata: শাহের নির্দেশ মানতে রাজ্য কমিটির বৈঠক করবে বিজেপি, তৈরি ১৫ জনের নির্বাচন কমিটি
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Amit Shah In Kolkata: এই বৈঠকের সদস্য মোট ১৫ জনকে নিয়ে একটি নির্বাচন কমিটিও তৈরি করেছে বিজেপি৷
কলকাতা: অমিত শাহের সফর ঘিরে এমনিই ছিল হাজার জল্পনা৷ এ বার রাজ্য বিজেপির ভোটের রণকৌশল ঠিক করতে ১৫ জনের নির্বাচন কমিটি তৈরি করে দেওয়া হল৷ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত এই কমিটিই গ্রহণ করবে৷ আর এই কমিটি বেছে দিয়েছেন খোদ অমিত শাহ৷ অর্থাৎ লোকসভা ভোটের আগে সংগঠনকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করিয়েই ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির৷
অমিত শাহের সঙ্গে নির্বাচন কমিটিতে থাকা রাজ্য বিজেপির যে নেতাদের বৈঠক রয়েছে, সেই তালিকায় রয়েছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, মঙ্গল পাণ্ডে, আশা লাকরা৷ এ ছাড়াও রয়েছে পাঁচজন সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত ও দীপক বর্মণ৷ এ ছাড়াও সভায় আছেন অমিত মালব্য ও সুনীল বনসল৷
advertisement
advertisement
এই বৈঠকের সদস্য মোট ১৫ জনকে নিয়ে একটি নির্বাচন কমিটিও তৈরি করেছে বিজেপি৷ অমিত শাহের নির্দেশ মতো এই দল গঠন করা হয়েছে৷ লোকসভা নির্বাচনের প্রস্তুতির তাগিদে এটি তৈরি করা হয়েছে৷ পাশাপাশি, অমিত শাহ চলে যাওয়ার পরেই দ্রুত বৈঠকে বসতে চলেছে বিজেপির রাজ্য কমিটি৷ অমিত শাহ আজকের বৈঠকে যা নির্দেশ দেবেন, আগামীকাল সেই নির্দেশ আলোচনা করা হবে৷ দ্রুত যাতে সেই নির্দেশ বাস্তবায়িত করা যায়, তার চেষ্টাও শুরু হবে৷ আগামিকাল আইসিসিআর-এ বৈঠকে বসতে চলেছেন বিজেপি নেতারা৷
advertisement
অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির নেতাদের এই বৈঠকে কী কী উঠে আসতে পারে আলোচনায় তা নিয়েও নানা মত রয়েছে৷ তবে সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকের প্রধান উপজীব্যই হচ্ছে নির্বাচন কৌশল নির্ধারণ করা৷ আর সেই জন্যই এই টিমকে ডাকা হয়েছে৷ এই কোর টিমই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2023 4:07 PM IST