TRENDING:

Kunal Ghosh: 'দিদি বললেই আমি সক্রিয় হব!' কুণাল সাক্ষাতের পরেই তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন

Last Updated:

Kunal Ghosh: তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁদের ফ্ল্যাটে আসেন কুণাল ঘোষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁদের ফ্ল্যাটে আসেন কুণাল ঘোষ। প্রায় ঘণ্টাতিনেক শোভন-বৈশাখীর সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথা হয়। কুণাল বলেন, “শোভনদার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। মাঝে কিছুদিনের জন্য আমাদের রাজনৈতিক বাধ্যবাধকতা হয়েছে। কিন্তু সম্পর্কের মাঝে কখনও তিক্ততা আসেনি। আমার এখনে আড্ডা মারতে আসার পোগ্রামটা প্রায় দেড় দু বছর ধরে চলছে। শোভনদা সক্রিয় হলে। আমরা জুনিয়র হিসাবে খুশি হব।”
কুণাল সাক্ষাতের পরেই তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন
কুণাল সাক্ষাতের পরেই তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন
advertisement

এদিন শোভন চট্টোপাধ্যায় বলেন, “আমার শিরা উপশিরায় তৃণমূলে যোগ রয়েছে। আমি তৃণমূলেই আছি। আমি ৬ বছর সক্রিয় নেই। দিদি যেদিন বলবে, সক্রিয় হতে আমি সেদিন সক্রিয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক।” বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “এর আগে পার্থদা এসেছিলেন। কিন্তু কুণালদা যেভাবে আন্তরিকতা ভাবে বলেছেন দলে ফেরার কথা, সেই আন্তরিকতা অন্য কারোর মধ্যে দেখিনি।”

advertisement

আরও পড়ুন, ‘১২ ঘণ্টা কাটতে না কাটতেই…!’ মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিসে ভাঙচুর! বিধায়ক ‘নাম’ করে আঙুল তুললেন কাদের দিকে?

আরও পড়ুন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চের দরজায় সুজয় কৃষ্ণ ভদ্র

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ শোভনের সঙ্গেই বিজেপি-তে গিয়েছিলেন বৈশাখীও। তবে নতুন দলে একেবারেই মানিয়ে নিতে পারেননি শোভন৷ নানা ইস্যুতে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভন এবং বৈশাখীর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

জল্পনা থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শোভন বা বৈশাখী কাউকেই টিকিট দেয়নি গেরুয়া শিবির৷ এর পরেই বিধানসভা নির্বাচনের আগেই একসঙ্গে বিজেপি ছাড়েন শোভন এবং বৈশাখী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: 'দিদি বললেই আমি সক্রিয় হব!' কুণাল সাক্ষাতের পরেই তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল