এদিন শোভন চট্টোপাধ্যায় বলেন, “আমার শিরা উপশিরায় তৃণমূলে যোগ রয়েছে। আমি তৃণমূলেই আছি। আমি ৬ বছর সক্রিয় নেই। দিদি যেদিন বলবে, সক্রিয় হতে আমি সেদিন সক্রিয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক।” বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “এর আগে পার্থদা এসেছিলেন। কিন্তু কুণালদা যেভাবে আন্তরিকতা ভাবে বলেছেন দলে ফেরার কথা, সেই আন্তরিকতা অন্য কারোর মধ্যে দেখিনি।”
advertisement
আরও পড়ুন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চের দরজায় সুজয় কৃষ্ণ ভদ্র
২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ শোভনের সঙ্গেই বিজেপি-তে গিয়েছিলেন বৈশাখীও। তবে নতুন দলে একেবারেই মানিয়ে নিতে পারেননি শোভন৷ নানা ইস্যুতে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভন এবং বৈশাখীর৷
জল্পনা থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শোভন বা বৈশাখী কাউকেই টিকিট দেয়নি গেরুয়া শিবির৷ এর পরেই বিধানসভা নির্বাচনের আগেই একসঙ্গে বিজেপি ছাড়েন শোভন এবং বৈশাখী।