TRENDING:

Kunal Ghosh on Buddhadeb Bhattacharya: 'বুদ্ধদেব ভটাচার্যকে যাঁরা মহাপুরুষ সাজাচ্ছেন...,' কুণালের বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দলমত নির্বিশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে দেখতে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব৷ তার মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ তৃণমূল মুখপাত্র এই মন্তব্য করলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে উল্টো সুরই শোনা গিয়েছে মদন মিত্র, শতাব্দী রায়ের মতো তৃণমূল বিধায়ক, সাংসদদের গলায়৷
বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য কুণাল ঘোষের৷
বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য কুণাল ঘোষের৷
advertisement

অসুস্থ হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য৷ এর পর একে একে তাঁকে দেখতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ বিভিন্ন দলের নেতারা৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ সিপিএম নেতারাও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান৷

advertisement

আরও পড়ুন: ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে, বুদ্ধদেবের সিটি স্ক্যানের রিপোর্ট ইতিবাচক

বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারাো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সৎ রাজনীতিবিদ বলে উল্লেখ করেন৷ মূলত এই বিষয়টিকেই কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, তিনি অসুস্থ, তাঁর দ্রুত আরোগ্য আমি কামনা করি৷ কিন্তু আরোগ্য কামনা করতে গিয়ে যাঁরা আদি বুদ্ধবাবুকে মহাপুুরুষ সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে আমি একমত নই৷ কারণ বুদ্ধবাবুর জমানায় সিপিএম অনেক খারাপ কাজ করেছে৷ বুদ্ধদেব ভট্টাচার্যের ঔদ্ধত্যে এবং ভুল সিদ্ধান্তে বহু ক্ষতি হয়েছে৷

advertisement

কুণাল অবশ্য একই সঙ্গে দাবি করেছেন, হাসপাতালে না গেলেও বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত খবর প্রতি মুহূর্তে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তবে কুণালের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধীরা৷ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কুণাল ঘোষের শিক্ষা, রুচি নিয়েআমি কিছু বলব না, সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে৷ ওনার যা শিক্ষা, রুচি তার পরিচয় দিয়েছেন৷ বুদ্ধবাবুর নীতি, রাজনীিতর সঙ্গে আমাদের আদর্শগত পার্থক্য রয়েছে৷ কিন্তু উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহুদিন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করেছেন৷ সবথেকে বড় কথা, ওনার দিকে তো কেউ আঙুল তুলে কেউ চোর বলতে পারবে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘যদি পিপিলিকা মনে করে সে পাখি, তাহলে তার ব্যাপার৷ কোন গুণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের নেতা বানিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন৷ কিন্তু কিছু অসভ্য লোক নিয়েই যে তৃণমূল কংগ্রেস তৈরি, আবার প্রমাণিত হল৷’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও কুণাল ঘোষকে কড়া আক্রমণ করে বলেন, ‘এখনই এই ধরনের মুখপাত্রকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh on Buddhadeb Bhattacharya: 'বুদ্ধদেব ভটাচার্যকে যাঁরা মহাপুরুষ সাজাচ্ছেন...,' কুণালের বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল