Buddhadeb Bhattacharya health update: ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে, বুদ্ধদেবের সিটি স্ক্যানের রিপোর্ট ইতিবাচক

Last Updated:
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ ফাইল ছবি
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ ফাইল ছবি
কলকাতা: উল্লেখযোগ্য উন্নতি নেই, আবার অবস্থার অবনতিও হয়নি৷ তবে তার মধ্যেই ইতিবাচক কিছু ইঙ্গিত পাচ্ছেন চিকিৎসকরা৷ আর তাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশার আলো দেখছেন চিকিৎসকরা৷
এ দিন সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সিটি স্ক্যান করা হয়৷ সেই স্ক্যানের রিপোর্টে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নতুন করে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সংক্রমণ আর বাড়েনি৷ অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছিল, তা কাজ করছে বলেই মনে করছেন চিকিৎসকরা৷
এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কয়েকটি রুটিন রক্তপরীক্ষাও করা হয়েছে আজ৷ সেই পরীক্ষার ফলাফলও খতিয়ে দেখবেন চিকিৎসকরা৷ এর মধ্যে রক্তে সি রিয়্যাক্টিভ প্রোটিনের মাত্রাও পরীক্ষা করে দেখা হয়েছে আজ৷ দুপুরের মধ্যেই সেই সমস্ত রিপোর্ট চলে আসলে তা খতিয়ে দেখবেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত৷ সংক্রমিত হয়েছে তাঁর দুটি ফুসফুসই৷ পরিস্থিতি সামাল দিতে তাঁকে পূর্ণ মাত্রায় ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ তবে গত শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি করার পর মাত্র একবারই জ্বর এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ ফলে অ্যান্টিবায়োটিক দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই মনে করছেন চিকিৎসকরা৷ আজ দুপুরেই ফের একবার আলোচনায় বসবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷ সিটি স্ক্যানের রিপোর্ট দেখেই তাঁরা সিদ্ধান্ত নেবেন, ভেন্টিলেশনের মাত্রা কমানো হবে কি না৷ অথবা অ্যান্টিবায়োটিকের ডোজেও কোনও পরিবর্তন করা হবে কি না, সেই সিদ্ধান্তও নেওয়া হবে৷
advertisement
এর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও কিছুটা কমেছে বলে জানা গিয়েছে৷ কড়া অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলেই তা কিছুটা বেড়ে গিয়েছিল৷ তন্দ্রাচ্ছন্ন ভাব কাটিয়ে ডাকলে সাড়াও দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ সবমিলিয়ে বু্দ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন চিকিৎসকরা৷ তাঁদের ভাষায়, সঙ্কটজনক হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন স্থিতিশীল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharya health update: ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে, বুদ্ধদেবের সিটি স্ক্যানের রিপোর্ট ইতিবাচক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement