TRENDING:

'১২ তারিখ লালনের মৃত্যু, ১৪-এ আরও ৩, শুভেন্দুর গ্রেফতার চাই,' সুর চড়ালেন কুণাল

Last Updated:

আসানসোলে পদপিষ্টের ঘটনা নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুললেন কুণাল ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসানসোল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পরে পদপিষ্টের ঘটনা নিয়ে এবার সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, "বিরোধী দলনেতার দেওয়া ১২, ১৪, ২১ তারিখ গুরুত্বপূর্ণ। উনি ওয়েট অ্যান্ড ওয়াচ বলেছিলেন। ১২ তারিখ লালন শেখের রহস্যমৃত্যু। ১৪ তারিখ তিন জনের মৃত্যু। এখন বলছেন কোর্টের তারিখের কথা। এই সব দিয়ে কি রাজনীতি হয় নাকি? এখন ২১ তারিখ নিয়ে আমরা আতঙ্কিত।"
কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারী। - ফাইল ছবি
কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারী। - ফাইল ছবি
advertisement

শুভেন্দুকে তোপ দেগে কুণাল বলেন, "সিবিআই-এর যোগ্যতা নষ্ট করে দিচ্ছে এই শুভেন্দু অধিকারী। আসলে তাঁরা সিবিআইকে ব্যবহার করছেন। যদি বাড়ি যাওয়ার তারিখ বলা যায়, তাহলে তো মেরে দেওয়ার তারিখও বলা যায়। আমরা শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই।"

কুণাল বলেন, "আসানসোল পুলিশ কমিশনার বলেছেন, অনুমতি ছাড়া অনুষ্ঠান করা হয়েছে। এর পর দেখা গেল, চৈতালি তিওয়ারি চিঠি দিয়েছেন থানাকে, সেটা দেখানো হচ্ছে। সেখানে লেখা আছে কনটেন্ট নট ভেরিফায়েড। দুটোর ফারাক আছে। পুলিশ ওনাদের কাছে এস্টিমেট চেয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি। কোনও যোগাযোগ তাঁরা করেননি। পুলিশ ছিল কারণ শুভেন্দু অধিকারী নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি। এর সঙ্গে অনুষ্ঠানের সম্পর্ক নেই।"

advertisement

কুণাল আরও বলেন, "এখন নিজেকে বাঁচাতে পুলিশের প্রশংসা করছেন। দিলীপ ঘোষ বলেছেন, পুলিশের ওপর ভরসা করে এমন অনুষ্ঠান করা যায় না। আসলে ওনারা ছবি তুলে চলে যেতে চেয়েছিলেন। শুভেন্দু অধিকারী আইনশৃঙ্খলা পৈতৃক সম্পত্তি ভেবেছেন। পুলিশ মানছেন না।"

আরও পড়ুন,  বিজেপির সভায় পদপিষ্টের ঘটনা, দিলীপ বললেন, 'আরও প্রস্তুতির প্রয়োজন ছিল'

advertisement

তিনি আরও বলেন, "বিচারপতি রাজাশেখর মান্থার সব এফআইআরের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আইন আইনের পথে চলবে। আমরা রাজনৈতিক ভাবে বলছি, আগামী দিন কী হবে, না জেনে আগাম স্থগিতাদেশ কীভাবে দিয়ে দিচ্ছেন? এটা কোনও আইন? ধারাবাহিক ভাবে পুলিশ অফিসারদের নাম করে হুমকি দিচ্ছে। সুরক্ষা বলয় যদি আদালত দেয়, তাহলে গণতান্ত্রিক ভাবে কথা বলতে কেন বলছেন না।"

advertisement

আরও পড়ুন, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট

সেরা ভিডিও

আরও দেখুন
ঘন কুয়াশার সুযোগে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার দিন শেষ! সীমান্তে পুলিশের বড় পদক্ষেপ
আরও দেখুন

সুর চড়িয়ে কুণাল বলেন, "অবিলম্বে শুভেন্দু অধিকারী সহ যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে এই ঘটনারও আমরা তদন্ত চাইছি। মানুষকে বিপদে ফেলে তাঁরা পালিয়ে গিয়েছেন। লোক হবে না জেনে কম্বল দেয়। মুখ দেখাতে পারবেন না, বলে পালিয়ে গিয়েছেন। একটা অ্যাম্বুলেন্স কেন ছিল না। সারদা-নারদার টাকা নিয়েছো। তার জন্য কম্বল দিয়ে লোক টানছে। গাড়ি ঘুরিয়ে গেলেন না কেন?"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'১২ তারিখ লালনের মৃত্যু, ১৪-এ আরও ৩, শুভেন্দুর গ্রেফতার চাই,' সুর চড়ালেন কুণাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল