TRENDING:

Kunal Ghosh: বৃহস্পতিবারই কটাক্ষ করেন কুণাল, শুক্রবার শুভাপ্রসন্নর হঠাৎ ফোন, তারপর..

Last Updated:

Kunal Ghosh: কয়েকদিন আগেই বেশ কিছু শব্দ নিয়ে মুখ্যমন্ত্রীর সামনেই বিতর্ক তৈরি করেছিলেন শুভাপ্রসন্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবারই কুণাল ঘোষ নিশানা করেছিলেন শিল্পী শুভাপ্রসন্নকে। এবার তার পাল্টা কুণাল ঘোষকে নিমন্ত্রণ পাঠালেন শুভাপ্রসন্ন। কয়েকদিন আগেই বেশ কিছু শব্দ নিয়ে মুখ্যমন্ত্রীর সামনেই বিতর্ক তৈরি করেছিলেন শুভাপ্রসন্ন। সেই বিতর্কে জেরে বৃহস্পতিবার শিল্পীকে নিশানা করেছিলেন কুণাল ঘোষ।
কুণাল ঘোষকে নিমন্ত্রণ পাঠালেন শুভাপ্রসন্ন।
কুণাল ঘোষকে নিমন্ত্রণ পাঠালেন শুভাপ্রসন্ন।
advertisement

তিনি বলেন, "শুভাপ্রসন্ন সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভানুধ্যায়ী হলে মুখ বন্ধ রাখা উচিত। একাধিক শব্দ চলতি কথায় উঠে আসে। ভারতের ক্ষেত্রে উদারতার ডাক কবি দিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন ভাষা নিয়ে। ভাষার মূল উদ্দেশ্য মনের ভাব প্রকাশ করা।"

কুণাল ঘোষ আরও বলেন, "শুভাদা অত্যন্ত বাড়াবাড়ি করছেন। আমাদের দলের কারও কথা বলা উচিত, যাতে ওনার জমি বা কমিটিতে জায়গা লাগবে কিনা। উনি তো নিজের শিল্প সংস্থার নাম রেখেছেন আর্টস একর। তখন বাংলা ভাষার তো ধ্বজা ধরেননি। আমাদের দলের উনি কেউ নন। ওনার সঙ্গে কথা বলা হোক, বাড়তি জমি বা কমিটিতে জায়গা লাগবে কিনা।"

advertisement

আরও পড়ুন, 'ওনার সঙ্গে কথা বলা হোক, জমি লাগবে কিনা,' শুভাপ্রসন্ন প্রসঙ্গে কুণাল

আরও পড়ুন, স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে নিয়ে আসবেন, কাকে বললেন কুণাল ঘোষ? তুঙ্গে শোরগোল

সেই কটাক্ষেরর পরের দিন অর্থাৎ শুক্রবাক এবার কুণালকেই আমন্ত্রণ জানালেন শুভাপ্রসন্ন। এদিন সকালেই কুণালকে ফোন করে আর্টস একরে আসার আহ্বান জানিয়েছেন শুভাপ্রসন্ন। তিনি কী কী কাজ করেছেন, তা দেখাতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: বৃহস্পতিবারই কটাক্ষ করেন কুণাল, শুক্রবার শুভাপ্রসন্নর হঠাৎ ফোন, তারপর..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল