তিনি বলেন, "শুভাপ্রসন্ন সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভানুধ্যায়ী হলে মুখ বন্ধ রাখা উচিত। একাধিক শব্দ চলতি কথায় উঠে আসে। ভারতের ক্ষেত্রে উদারতার ডাক কবি দিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন ভাষা নিয়ে। ভাষার মূল উদ্দেশ্য মনের ভাব প্রকাশ করা।"
কুণাল ঘোষ আরও বলেন, "শুভাদা অত্যন্ত বাড়াবাড়ি করছেন। আমাদের দলের কারও কথা বলা উচিত, যাতে ওনার জমি বা কমিটিতে জায়গা লাগবে কিনা। উনি তো নিজের শিল্প সংস্থার নাম রেখেছেন আর্টস একর। তখন বাংলা ভাষার তো ধ্বজা ধরেননি। আমাদের দলের উনি কেউ নন। ওনার সঙ্গে কথা বলা হোক, বাড়তি জমি বা কমিটিতে জায়গা লাগবে কিনা।"
advertisement
আরও পড়ুন, 'ওনার সঙ্গে কথা বলা হোক, জমি লাগবে কিনা,' শুভাপ্রসন্ন প্রসঙ্গে কুণাল
আরও পড়ুন, স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে নিয়ে আসবেন, কাকে বললেন কুণাল ঘোষ? তুঙ্গে শোরগোল
সেই কটাক্ষেরর পরের দিন অর্থাৎ শুক্রবাক এবার কুণালকেই আমন্ত্রণ জানালেন শুভাপ্রসন্ন। এদিন সকালেই কুণালকে ফোন করে আর্টস একরে আসার আহ্বান জানিয়েছেন শুভাপ্রসন্ন। তিনি কী কী কাজ করেছেন, তা দেখাতে চান।
আবীর ঘোষাল