Kunal Ghosh: স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে নিয়ে আসবেন, কাকে বললেন কুণাল ঘোষ? তুঙ্গে শোরগোল
- Written by:ABIR GHOSHAL
- Published by:Suman Biswas
Last Updated:
Kunal Ghosh: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, মন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
কলকাতা: কোচবিহার সফরে গিয়ে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর আজ সকাল থেকে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচি চলছে তৃণমূলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটির বাড়ি ঘিরে শাসকদলের এই অভিযানে চাপা উত্তেজনা এলাকায়। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, মন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
দিনহাটার গিতালদহে বিএসএফের গুলিতে নিহত যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে এদিন সকাল ১০ টা থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। বাড়ির ১৫০ মিটার দূরে মঞ্চ বেঁধে জমায়েত করেছে তৃণমূল কংগ্রেস।পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের দ্বিগুণ সংখ্যক লোক নিয়ে, অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবেন। যার পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
এদিন দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "সুকান্ত মজুমদার যা বলেছেন তা অত্যন্ত বোকা বোকা কথা। ব্যক্তিগত আক্রমণ তৃণমূল কংগ্রেস করেও না বা তা সমর্থন করে না। এই দিল্লির নেতারা বা এখানের নেতারা, তারা নাম করে করে অভিষেককে আক্রমণ করেছেন, তার স্ত্রীকে আক্রমণ করেছেন, অভিষেকের শিশু পুত্রকেও ছাড়েননি। শুভেন্দু অধিকারী শিশুপুত্রকে নিয়ে ট্যুইট করতেও ছাড়েনি। ফলে আজকে তাদের মুখে ব্যক্তিগত আক্রমণ নিয়ে কথা বলা মানায় না। তাদের বাড়িতে ইডি, সিবিআই পাঠিয়েছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়ের পরিবারকে।''
advertisement
কুণালের সংযোজন, ''আর এই নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রীর একটা প্রতীকী। আসলে রাজবংশী মেরে রাজবংশী প্রেম। একটা রাজবংশী যুবককে গুলি করে মেরেছে বিএসএফ। ১৮০টা গুলি করেছে। ক্ষতস্থান থেকে রক্ত পড়েই মারা গেলেন সেই যুবক। আজ সেই ঘটনার প্রতিবাদ হচ্ছে। এর পরেও বলছেন অভিষেকের বাড়ির সামনে যাব। কোনটা করতে আপনারা বাকি রেখেছেন? এর পরেও যদি বাড়াবাড়ি করে অভিষেকের বাড়ির সামনে যান। সাথে করে স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে যাবেন। বিনামূল্যে চিকিৎসাটাও আমরাই করিয়ে দেব।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2023 2:52 PM IST







