গতকাল, সোমবার বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি বদল হয়েছে। কল্যাণ চৌবের জায়গায় বিজেপি-র উত্তর কলকাতা জেলা সভাপতি হয়েছেন তমোঘ্ন ঘোষ ৷
আরও পড়ুন- স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও
সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন কল্যাণ চৌবে। ফুটবল প্রশাসকের পাশাপাশি বিজেপির সাংগঠনিক কাজকর্ম চালাতে সময় না পাওয়ার জন্যই কল্যাণের পরিবর্তে তমোঘ্নকে উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি করা হল। উত্তর কলকাতার প্রাক্তন সভাপতি কল্যাণকে রাজ্য বিজেপির স্পেশ্যাল ইনভাইটি করা হল।
advertisement
উত্তর কলকাতা জেলা তৃণমূলের নেতা বাবা। ছেলে একই জেলার বিজেপির সভাপতি নির্বাচিত হলেন। বাবা তপন ঘোষ বর্তমানে উত্তর কলকাতার তৃণমূলের নেতা। তাঁর ছেলে তমোঘ্ন ঘোষকে কল্যাণ চৌবের পরিবর্তে উত্তর কলকাতার বিজেপির নতুন সভাপতি মনোনীত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- উৎসবের মরশুমে লাগামছাড়া উত্তরবঙ্গে যাওয়ার বাসের ভাড়া !
বিগত বেশ কিছু নির্বাচনে একই বাড়ি থেকে ভিন্ন দলের প্রার্থী হওয়ার নজির অনেক রয়েছে। পরিবারের কেউ শাসক দল আবার কেউ বা বিরোধী শিবিরের প্রার্থী হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে রাজ্যের একই সাংগঠনিক জেলার সভাপতি যুযুধান তৃণমূল আর বিজেপি দলের সভাপতি বাবা-ছেলে নজিরবিহীন।
তমোঘ্নর বাবা উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সচিব। এমনকী, এমপি ল্যাডের টাকার বিষয় তিনি দেখেন। সেই তপন ঘোষের ছেলে হলেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই বক্তব্যের মাধ্যমে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হল বিজেপির অন্দরেই।