প্রসঙ্গত, মাস কয়েক আগেই টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। হাজিরা দিলেও সিআইডি দফতরে তিনি কিচ্ছুটি মুখে দেননি। চা-কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তিনি আশঙ্কা করেন, ‘‘বাইরে থেকে আনা রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে পানীয়ে, যার ফলে ধীরে ধীরে মৃত্যু হতে পারে। এমনকি, চেয়ারের পাশে কিছু স্প্রে করা হলেও কিছু দিন পর মারা যেতে পারেন ওই ব্যক্তি।’’
advertisement
আরও পড়ুন: সর্বনাশ! ট্রেনের মধ্যে মহিলার ব্যাগে ওগুলো কী নড়ছে! ব্যাগ খুলতেই যা বেরল, চক্ষু চড়কগাছ পুলিশেরও
ভবানী ভবনে সিআইডি তাঁকে জেরার সময় ‘রাশিয়ান রাসায়নিক’ প্রয়োগ করে থাকতে পারে বলে সন্দেহও প্রকাশ করেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সে জন্য স্বাস্থ্যপরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যান তৃণমূল থেকে বিজেপিতে ফেরা অর্জুন। তিনি জানিয়েছিলেন, বাইপাসের ধারে একটি হাসপাতালে পরীক্ষা করিয়েছেন। শরীরে বিষক্রিয়ার প্রমাণ পেলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও করবেন বলে জানিয়েছিলেন তিনি। এহেন পরিস্থিতিতে অর্জুনের তৃণমূলে ফেরা নিয়ে ফের জল্পনা উসকে দিলেন কুণাল ঘোষ।