Hooghly News: সর্বনাশ! ট্রেনের মধ্যে মহিলার ব্যাগে ওগুলো কী নড়ছে! ব্যাগ খুলতেই যা বেরল, চক্ষু চড়কগাছ পুলিশেরও

Last Updated:

Hooghly News: ঘটনাটি বিহার থেকে আসার দুন এক্সপ্রেসের দূরপাল্লার ট্রেনের ভিতরের ঘটনা। ট্রেন যখন চন্দননগর স্টেশনে এসে পৌঁছয় সেখানে রেল পুলিশের তৎপরতায় খোলাসা হয় পুরো ঘটনার!

+
ফাইল

ফাইল ছবি

হুগলি: দূরপাল্লার ট্রেনের মধ্যে রাখা ছিল ব্যাগ, তার ভেতরেই কী সব যেন নড়াচড়া করছিল! ব্যাগটি আবার ছিল এক মহিলা যাত্রীর। ট্রেনের বাকি যাত্রীরা ঠিক মতো বুঝে উঠতে পারছিলেন না কী হচ্ছে ! তবে শেষমেষ যা হল, তা শুনে চমকে উঠেছেন অন্যান্য যাত্রীসহ সাধারণ মানুষজনও। ঘটনাটি বিহার থেকে আসার দুন এক্সপ্রেসের দূরপাল্লার ট্রেনের ভিতরের ঘটনা। ট্রেন যখন চন্দননগর স্টেশনে এসে পৌঁছয় সেখানে রেল পুলিশের তৎপরতায় খোলাসা হয় পুরো ঘটনার!
সোমবার সকাল, কুয়াশা ভরা রেল লাইন ধরে ছুটে চলেছে দুন এক্সপ্রেস। ট্রেন যখন চন্দননগর স্টেশন পৌঁছল, সেখানে থামার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয় রেল পুলিশের মধ্যে। ট্রেনের কামরা খুঁজে সোজা পুলিশ পৌঁছে যায় ওই মহিলার কাছে। কারণ তার কাছে রয়েছে সন্দেহজনক দুটি ব্যাগ, যার মধ্যে এমন কিছু রয়েছে, যা জড়বস্তু নয়, একেবারে জীবিত। ওই মহিলা যাত্রীর নাম লক্ষ্মী সরকার। বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা ওই মহিলা। তার কাছেই ছিল জামা কাপড় নিয়ে যাওয়ার দুটি ব্যাগ। সেই ব্যাগের মধ্যেই অনবরত নড়াচড়া করে যাচ্ছে সেই সমস্ত কিছু। ব্যাগের চেন খুলতেই তা দেখে চক্ষু চড়ক গাছ রেল পুলিশেরও!
advertisement
advertisement
মহিলার দুই ব্যাগ সহ মহিলাকে যখন স্টেশনে নামানো হয়, তখন তা দেখার জন্য ভিড় জমান উৎসুখ জনতাও। তার কাছে রয়েছে দুই ব্যাগ ভর্তি কচ্ছপ! সবকটিই আবার জীবিত! বেআইনিভাবে বন্যপ্রাণ পাচার করা কাজ করছিলেন ওই মহিলা। গোপন সূত্রে সে খবর পৌঁছায় রেল পুলিশের কাছে। তারপরেই তৎপর পুলিশ গিয়ে আটক করে ওই মহিলা সহ তার ব্যাগে থাকা কচ্ছপ গুলিকে। দুটি ব্যাগ মিলিয়ে মোট ২১ টি কচ্ছপ উদ্ধার করেছেন জিআরপি।
advertisement
জানা গিয়েছে, ওই মহিলা কচ্ছপ গুলি নিয়ে উত্তর ২৪পরগনায় কোনও এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিলেন পাচার করার জন্য। বন্যপ্রাণের এই কালোবাজারি হাতে না হাতে ধরে ফেলে জিআরপি। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
—- রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সর্বনাশ! ট্রেনের মধ্যে মহিলার ব্যাগে ওগুলো কী নড়ছে! ব্যাগ খুলতেই যা বেরল, চক্ষু চড়কগাছ পুলিশেরও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement