প্রসঙ্গত, আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এর তদন্ত স্থগিত করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এই সময়ের মধ্যে কোর্টের অনুমতি ছাড়া কোনো থানা এই নিয়ে কৌস্তভের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। আগামী চার সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে। বটতলা থানার অতি সক্রিয়তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার তদন্ত করে রিপোর্ট দেবেন। বটতলা পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। এমন কিছু তথ্য প্রমাণ নেই যার থেকে বোঝা যায় গুরুত্ব। কোনো নোটিস না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুন্ন করেছে।
advertisement
আরও পড়ুন: সল্টেলেকে বিরাট অভিযান পুলিশের, গেছে টাকা গোণার মেশিন, মিলল বিপুল ব্রাউন সুগার!
কোর্ট জানতে আগ্রহী, কীসের ভিত্তিতে মাঝরাতে পুলিশ তার বাড়ি গিয়েছিল। আর সারা রাত থেকে পরের দিন গ্রেফতার করল। যা সুপ্রিম কোর্টের নির্দেশে বিরোধী। থানার এই ভূমিকা নিয়ে অনুসন্ধান দরকার। কলকাতার পুলিশ কমিশনারকে খতিয়ে দেখতে হবে কিসের ভিত্তিতে থানা এই ঘটনা ঘটলো। কেস ডাইরি খতিয়ে দেখতে হবে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: 'তুমি এটা করো না, করতে পারো না', বাবুলকে ধমক মমতার! কী করেছেন মন্ত্রী?
শুধু তাই নয়, আগামী সোমবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য সিআরপিএফ- কে মামলা আগামী দিনে জানাতে হবে নিরাপত্তা দিতে পারবে কিনা। এই সময়ের জন্য ব্যারাকপুর পুলিশের অন্তত পাঁচ জন পুলিশের নিরাপত্তা দিতে হবে বাড়িতে।