আগামী চার সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে। বটতলা থানার অতি সক্রিয়তা নিয়ে সিপি ওই কলকাতা তদন্ত করে রিপোর্ট দেবেন। বটতলা পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। এমন কিছু তথ্য প্রমাণ নেই যার থেকে বোঝা যায় গুরুত্ব।
আরও পড়ুন: শান্তনুর ফোনেই সব রহস্য, এবার বড় কিছু ঘটবে! শুভেন্দুর দাবিতে পাল্টা 'আপনি কোথায় থাকবেন'?
advertisement
কোনো নোটিস না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুন্ন করেছে। কোর্ট জানতে আগ্রহী, কিসের ভিত্তিতে মাঝ রাতে পুলিশ তার বাড়ি গিয়েছিল। আর সারা রাত থেকে পরের দিন গ্রেফতার করল। যা সুপ্রিম কোর্টের নির্দেশে বিরোধী। থানার এই ভূমিকা নিয়ে অনুসন্ধান দরকার। কলকাতার পুলিশ কমিশনার কে খতিয়ে দেখতে হবে কিসের ভিত্তিতে থানা এই ঘটনা ঘটলো। কেস ডাইরি খতিয়ে দেখতে হবে।
আরও পড়ুন: কলকাতার ৩ ক্যাফেতে ঘটেছে সেই বৈঠক, শান্তনুর সঙ্গে কোন নেতার? জেনে গেল ইডি
তারপরে তাকে রিপোর্ট দিতে হবে আদালতে। পুলিশের এই অতি সক্রিয়তা আপাতত তদন্ত স্থগিত। তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন সিপি। কোর্ট প্রাথমিক ভেবে হুমকির আশংকা আছে মনে করছে। আগামী সোমবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য সি আর পি এফ- কে মামলা আগামী দিনে জানাতে হবে নিরাপত্তা দিতে পারবে কি না। এই সময়ের জন্য ব্যারাকপুর পুলিশ অন্তত পাঁচ জন পুলিশের নিরাপত্তা দিতে হবে বাড়িতে।
তার সঙ্গে আর্মড কনস্টেবল দিতে হবে নিরাপত্তায়। সিপি ব্যারাকপুর নিরাপত্তা নিশ্চিত করবেন। কৌস্তভ বাগচী আদালতের লিখিত পর্যবেক্ষণ, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। যা নিয়ে আপত্তি করেন সরকারি কৌঁসুলি। কিন্তু বিচারপতি মান্থা বক্তব্য প্রত্যাহার করেনি।