এবার কোনা এক্সপ্রেসওয়েতে তৈরি হবে ৬ লেন। সূত্রের খবর ৭.২ কিলোমিটার জাতীয় সড়কে ৬ লেন বানানোর কাজ খুব শীঘ্রই শুরু হবে।
এন এইচ ১১৭ অর্থাৎ কোনা এক্সপ্রেস ওয়েতে এই কাজের জন্য সময়সীমা নির্হধারণ হয়েছে আড়াই বছর অর্থাৎ ২০২৬-এর প্রথম দিকের মধ্যেই এই ৬ লেন বানানোর কাজ শেষ হবে বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন : চৈত্র মাস শেষ হতে চলল, এ বছর গাজনের চড়কপুজো কবে, জানুন পুণ্যতিথির দিন ক্ষণ
এই সিক্স লেন তৈরি হওয়ার পর কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের অবসান ঘটাবে। সূত্রের খবর আগামী দিনে ভারতীয় জাতীয় রাষ্ট্রমার্গ অধিকরণের (NHAI) তরফ থেকে এই জাতীয় সড়ককে দশ লেনের উচ্চগতির করিডোর করার চিন্তা ভাবনা করছে। যার ফলে কলকাতা থেকে কোনা এক্সপ্রেসওয়েমুখী যানবাহন গুলি নির্বিঘ্ন চলাচল করতে পারবে বলেই মনে করা হচ্ছে।
এই সিক্স লেন বানানোর চুক্তি রেল বিকাশ নিগম লিমিটেড পেয়েছে। এই জাতীয় সড়ক বিদ্যাসাগর সেতুর সঙ্গে সংযুক্ত করছে। এক আধিকারিক জানান এই সিক্স লেন তৈরি হওয়ার পর কলকাতামুখী এবং কোনা এক্সপ্রেসমুখী যানবাহনের যানজটের সমস্যা কমে যাবে। আরভিএনএল-এর এক আধিকারিক জানান এই কাজ খুব দ্রুত শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।