TRENDING:

ডুবল জোট, হেরে গেলেন জোটের মাথা সূর্যকান্ত

Last Updated:

পরিবর্তনের বাংলায় বামেদের একমাত্র মুখ সূর্যকান্ত মিশ্র। দলের ক্রমাগত রক্তক্ষরণ, সংগঠনে ধস, বৃদ্ধতন্ত্রের মোকাবিলায় আলিমুদ্দিনের সেরা বাজি। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বেচ্ছাবসরের পর বঙ্গ সিপিএমের প্রধান কাণ্ডারী হয়ে ওঠেন সূর্যকান্ত। সূর্যের একার লড়াই অবশ্য দলকে অক্সিজেন জোগাতে পুরোপুরি ব্যর্থ। ব্যর্থ কংগ্রেসের হাত ধরে প্রত্যাবর্তনের পরিকল্পনাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরিবর্তনের বাংলায় বামেদের একমাত্র মুখ সূর্যকান্ত মিশ্র। দলের ক্রমাগত রক্তক্ষরণ, সংগঠনে ধস, বৃদ্ধতন্ত্রের মোকাবিলায় আলিমুদ্দিনের সেরা বাজি। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বেচ্ছাবসরের পর বঙ্গ সিপিএমের প্রধান কাণ্ডারী হয়ে ওঠেন সূর্যকান্ত। সূর্যের একার লড়াই অবশ্য দলকে অক্সিজেন জোগাতে পুরোপুরি ব্যর্থ। ব্যর্থ কংগ্রেসের হাত ধরে প্রত্যাবর্তনের পরিকল্পনাও।
advertisement

নারায়ণগড়ে নিজের গড় হারানোর পর কোথায় দাঁড়িয়ে সূর্যের রাজনৈতিক ভবিষ্যৎ? বাংলার ভোটযুদ্ধে হেরে তিনি কি আত্মঘাতী বাঙালি?

একাধারে দলের রাজ্য সম্পাদক। বিধানসভার বিরোধী দলনেতা, সঙ্গে ভোটপ্রার্থীও। যে নজির সম্ভবত দলের আর কোনও নেতার ঝুলিতে নেই।

ভোটে জিতলে নাকি ফ্রন্ট ও জোটের মুখ্যমন্ত্রিত্বের প্রধান দাবিদার ছিলেন সূর্যকান্ত মিশ্রই। কিন্তু পুরো ছবিটাই যে পালটে গেল ১৯শে মের ভোটগণনার পর।

advertisement

দলকে সম্মানজনক আসনে জেতানো দূরে থাক, নিজের গড় নারায়ণগড়ই ধরে রাখতে পারলেন না সূর্যকান্ত।

ভোটযুদ্ধের শুরুতে অবশ্য ছবিটা ছিল আলাদা। জোট-প্রশ্নে দলের কেরল লবির সঙ্গে কার্যত কুস্তি লড়েছিলেন সূর্যকান্ত মিশ্র। আলিমুদ্দিনের অন্দরেও সামলাতে হয়েছিল বিমান বসুদের। তলার ফল কুড়োতে গিয়ে, দীর্ঘদিনের ফ্রন্ট শরিকদের স্বার্থও জলাঞ্জলি দিতে পিছপা হননি তিনি।

advertisement

খামতি রাখেননি প্রচারপর্বেও। বুদ্ধদেব ভট্টাচার্যের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে, রাজ্যের এমাথা থেকে ওমাথা প্রচার চালিয়েছিলেন সূর্যকান্ত। সারদা-নারদ-উড়ালপুল, শাসকের বিরুদ্ধে হাতিয়ার করেছিলেন একের পর এক দুর্নীতি ইস্যুকে। ফ্রন্ট ও জোটকে স্বপ্ন দেখিয়েছিলেন ২০০ আসনের।

১৯শে মের পর সব স্বপ্নই অধরা থেকে গেল।এবারের মতো আর মুখ্যমন্ত্রী হওয়া হল না ডাক্তারবাবুর।

সংখ্যার হিসেবে বিরোধী দলনেতার পদ হারানোও এখন সময়ের অপেক্ষা। দলের বিপুল ব্যর্থতার পরও কি ধরে রাখতে পারবেন রাজ্য সম্পাদকের পদ? আঁকড়ে ধরতে পারবেন পায়ের তলার মাটি?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পরিবর্তনের বাংলায় যেন ফের একবার পরিবর্তনের মুখে সূর্যকান্ত মিশ্র।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডুবল জোট, হেরে গেলেন জোটের মাথা সূর্যকান্ত