কলকাতা: পুরুলিয়ার থেকে সভা সেরে ফেরার পথে চন্দ্রকোনায় কনভয়ের উপর হামলার ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন শুভেন্দু অধিকারীর। ১৫ মিনিট কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের বিরোধী দলনেতার। প্রাণহানি হামলা, পুলিশের সহযোগিতায় তৃণমূলের যুব সভাপতি এবং কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে অমিত শাহের কাছে। অভিযোগ জানিয়ে বক্তব্য শুভেন্দুর। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে হামলার সময়ের ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর কাছে।
advertisement
এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতার অফিসের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ভিডিয়ো ফুটেজ পাঠাচ্ছে বিরোধী দলনেতার অফিস। এদিকে, শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে একাধিক জেলায় বিক্ষোভে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরুও হয়ে যায় মুহূর্তে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন থেকে হারিয়েছেন, সেদিন থেকেই শুভেন্দু অধিকারীর উপর হামলা হচ্ছে।” পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “শুভেন্দুর গাড়িতে হামলা হয়নি। জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগানও সামলাতে পারেননি তিনি।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালে কেন, কেন্দ্রীয় বাহিনী জবাব দাও।”
এদিকে, শুভেন্দুর গাড়িতে হামলার প্রতিবাদে জেলায় জেলায় রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। বাঁকুড়ার লালবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা।
