কলকাতা: কলকাতায় ফের একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার এক আবাসনের বন্ধ ঘর থেকে উদ্ধার হল ৬২ বছর বয়সী এক বৃদ্ধের নিথর দেহ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম অমিতাভ দে।
advertisement
পুলিশ সূত্রে খবর, শনিবার (১০ জানুয়ারি আমহার্স্ট স্ট্রিট থানায় খবর আসে, ২/এ চিন্তামণি দাস লেনের বাসিন্দা অমিতাভ বাবু দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ করছেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত ব্যক্তির ভাগ্নে দেবাশিস পুলিশকে জানান, গত ৭ জানুয়ারি শেষবার তাঁর মামার সঙ্গে কথা হয়েছিল। আজ সকাল থেকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরছিলেন না এবং বাড়ির দরজায় ধাক্কা দিলেও কোনও উত্তর মেলেনি।
এরপর পুলিশের উপস্থিতিতে ঘরের মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পুলিশ ড্রয়িং রুমের মেঝেতে অমিতাভ বাবুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধারকালে তাঁর শরীরের নিম্নভাগে কোনও পোশাক ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্ত হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
